চুয়াডাঙ্গা জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে ছাত্রদলের শুভেচ্ছা
- আপলোড টাইম : ১০:৫০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৪০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু সভাপতি, জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ সাধারণ সম্পাদক, মির্জা ফরিদুল ইসলাম শিপলু সাংগঠনিক সম্পাদক-১, সফিকুল ইসলাম পিটু সাংগঠনিক সম্পাদক-২ ও খালিদ মাহমুদ মিল্টন সাংগঠনিক সম্পাদক-৩ নির্বাচিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতা শুভেচ্ছা বার্তায় বলেন, ‘কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত নেতৃবৃন্দ দল ও দেশের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে, তা নতুন কমিটির মাধ্যমে পরিপূর্ণ সফলতা পাবে বলে জেলা ছাত্রদল মনে করে।’