জীবননগরে ১৫ দিন ধরে নিখোঁজ ফল ব্যবসায়ী বজলু
- আপলোড টাইম : ০৯:৫২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ৪০ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার মোমিনপুর গ্রামের ফল ব্যবসায়ী বজলুর রহমান (৩০) গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে তার পরিবার দুশ্চিন্তায় রয়েছে। পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো হদিস মেলাতে পারেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নিখোঁজ বজলু রহমান মোমিনপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর আগে বজলুর রহমান প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে আসেন। তিনি মৌসুমী ফল ব্যবসা শুরু করেন এবং এলাকার কৃষকদের কাছ থেকে পাইকারি দরে মৌসুমী ফল কিনে ঢাকায় নিয়ে বিক্রি করতেন। গত ৭ নভেম্বর সকাল ৯টার দিকে বজলু তার বোনের বাড়ি পেয়ারাতলা গ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
তার স্ত্রী বিউটি খাতুন বলেন, ‘আমার স্বামী ঢাকায় প্রায়ই ফলের চালান নিয়ে যেতো এবং ৬-৭ দিন পর বাড়ি ফিরতেন। কিন্তু এবারের মতো দীর্ঘদিন তার সঙ্গে যোগাযোগ হয়নি, এমন হয়নি। আমি তার মোবাইলে বারবার ফোন করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি।’ তিনি বলেন, ‘আমরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজার পরও কোনো সন্ধান পাইনি। এখন আমরা পরিবারের সবাই চরম দুশ্চিন্তায় দিন পার করছি। তিনটি ছোট শিশু সন্তান নিয়ে আমরা বিপদে রয়েছি।’ বিউটি বলেন, ‘ঘটনার বিষয়ে তিনি জিডি করতে থানায় গিয়েছিলেন, তবে তা সম্পন্ন হয়নি। তিনি আবারও থানায় গিয়ে সাধারণ ডায়েরি করবেন।’
এ বিষয়ে উপজেলার হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, ‘ঘটনার বিষয়ে আমি কিছু জানি না। আমাকে কেউ কিছু বলেনি।’ জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, ‘ঘটনার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে যদি সাধারণ ডায়েরি করা হয়, তাহলে আইন অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম শুরু করা হবে।’