ইপেপার । আজ সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

দেড় দশক পর আজ সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ৪২ বার পড়া হয়েছে

দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৫ই আগস্টের অভ্যুত্থানের পর এই প্রথম কোনো অনুষ্ঠানেও যোগ দিতে যাচ্ছেন তিনি। সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে এবার সর্বোচ্চ সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে। বেগম জিয়া এই আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে অংশ নেয়ার ইচ্ছা পোষণ করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার মানবজমিনকে জানিয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে বিএনপি চেয়ারপারসন সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। একজন বীর উত্তমের স্ত্রী বা বিরোধীদলীয় নেতা হিসেবে বিগত সময়ে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা এ দিবসের আমন্ত্রণপত্র নিয়ে গেলেও এবার লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার দু’জন কর্মকর্তা সস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র তুলে দেন। অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি’র মোট ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। আজ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিলে সেটা হবে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দেড় দশক পর আজ সেনাকুঞ্জে যাবেন খালেদা জিয়া

আপলোড টাইম : ০৯:৩৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৫ই আগস্টের অভ্যুত্থানের পর এই প্রথম কোনো অনুষ্ঠানেও যোগ দিতে যাচ্ছেন তিনি। সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে এবার সর্বোচ্চ সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে। বেগম জিয়া এই আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে অংশ নেয়ার ইচ্ছা পোষণ করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এবিএম আব্দুস সাত্তার মানবজমিনকে জানিয়েছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে বিএনপি চেয়ারপারসন সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি জানিয়েছেন, সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। একজন বীর উত্তমের স্ত্রী বা বিরোধীদলীয় নেতা হিসেবে বিগত সময়ে একজন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সামরিক কর্মকর্তা এ দিবসের আমন্ত্রণপত্র নিয়ে গেলেও এবার লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার দু’জন কর্মকর্তা সস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্র তুলে দেন। অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি’র মোট ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। আজ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিলে সেটা হবে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর প্রথম কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ।