গাংনীতে জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
- আপলোড টাইম : ০৯:১৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ৩৮ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীর বামন্দীতে জমি-জমা সংক্রান্তর দ্বন্দ্বের জেরে দুই গ্রুপের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে কোর্টে মামলাও চলমান রয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশি তদন্ত হওয়ার কথা ছিল আজ। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিনের দ্বন্দ্বের ও রেষারেষির জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এই ঘটনায় দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হয়েছে মৃত দেলবার মণ্ডলের ছেলে আজিজুল ইসলাম (৬৮), আজিজুল ইসলামের ছেলে দুলাল (৩৫), জালাল হোসেনের স্ত্রী রেক্সোনা খাতুন (৩০), জলিমুদ্দিনের ছেলে মুজিবুল (৪০), আকিজুল ইসলামের ছেলে জালাল (৪০) ও নাঈম (২০)। আহতদের মধ্যে আজিজুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়াই তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সীমা বিশ্বাস। এছাড়াও সংঘর্ষে অন্যান্য আহতরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, জমি-জমা সংক্রান্তের জের ধরে মারামারির ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।