ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

মহেশপুরে গাজী টিভির সাংবাদিকের ওপর হামলা

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:১৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ৫৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে গাজী টিভির সিনিয়র নিউজরুম এডিটর কিরণ মোস্তফার ওপর ‘সন্ত্রাসী’ হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় মহেশপুর পৌরসভার মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ছুটিতে থাকা সাংবাদিক কিরণ মোস্তফা সন্ধ্যায় বাড়ি থেকে মহেশপুর উপজেলা শহরে যাচ্ছিলেন। তিনি পৌরসভার মডেল মসজিদ এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা মহেশপুর পৌরসভা এলাকার ‘সন্ত্রাসী’ শামসুল গাজী, একই এলাকার আলমগীর, ইকরামুল খাঁ, তুহিন খাঁ, খালিদসহ ১০-১২ জন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে কিরণ মোস্তফাকে বেধড়ক পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত শামসুল গাজী, আলমগীর, ইকরামুলসহ আরও কয়েকজন কিছুদিন আগে সংখ্যালঘু ও কিরণ মোস্তফার জমি দখল করে খেলার মাঠ বানোনোর চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা করলে মামলা তুলে নিতে প্রায়ই হুমকি দিতো তারা। এদিকে সাংবাদিক কিরণ মোস্তফার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। সাংবাদিক নেতৃবৃন্দ কিরণের ওপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, নইলে সাংবাদিকরা রাস্তায় নামতে বাধ্য হবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মহেশপুরে গাজী টিভির সাংবাদিকের ওপর হামলা

আপলোড টাইম : ০৯:১৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ঝিনাইদহের মহেশপুরে গাজী টিভির সিনিয়র নিউজরুম এডিটর কিরণ মোস্তফার ওপর ‘সন্ত্রাসী’ হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় মহেশপুর পৌরসভার মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ছুটিতে থাকা সাংবাদিক কিরণ মোস্তফা সন্ধ্যায় বাড়ি থেকে মহেশপুর উপজেলা শহরে যাচ্ছিলেন। তিনি পৌরসভার মডেল মসজিদ এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা মহেশপুর পৌরসভা এলাকার ‘সন্ত্রাসী’ শামসুল গাজী, একই এলাকার আলমগীর, ইকরামুল খাঁ, তুহিন খাঁ, খালিদসহ ১০-১২ জন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে কিরণ মোস্তফাকে বেধড়ক পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত শামসুল গাজী, আলমগীর, ইকরামুলসহ আরও কয়েকজন কিছুদিন আগে সংখ্যালঘু ও কিরণ মোস্তফার জমি দখল করে খেলার মাঠ বানোনোর চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা করলে মামলা তুলে নিতে প্রায়ই হুমকি দিতো তারা। এদিকে সাংবাদিক কিরণ মোস্তফার ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। সাংবাদিক নেতৃবৃন্দ কিরণের ওপর হামলাকারী দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, নইলে সাংবাদিকরা রাস্তায় নামতে বাধ্য হবেন।