ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ পণ্য, নকল ও ভেজাল শিশুখাদ্য বিক্রি

দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
  • / ৭৩ বার পড়া হয়েছে

অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য বিক্রির অপরাধে চুয়াডাঙ্গার দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার নীচের বাজারে অভিযান চালায় জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এসময় তিনি বলেন, চুয়াডাঙ্গা শহরের বড় বাজার নীচের বাজার এলাকার মেসার্স হীরা স্টোর নামক প্রতিষ্ঠানকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও তদারকিতে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ওই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মুক্তার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৫ ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স পিয়াস স্টোরে তদারকি করা হয়। এই প্রতিষ্ঠানটিকেও পূর্বে শিশুদের খারাপ পণ্য বিক্রয় না করার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। উপরোল্লিখিত একই ধরনের শিশুখাদ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক পিয়াস উদ্দিনকে আইনের একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল ও ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযান চালাকালীন সব ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি ও চুয়াডাঙ্গা বড়বাজারের ব্যবসায়িক নেতৃবৃন্দ। আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর ও আমিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের চৌকস টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ পণ্য, নকল ও ভেজাল শিশুখাদ্য বিক্রি

দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ০৯:০০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য বিক্রির অপরাধে চুয়াডাঙ্গার দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার নীচের বাজারে অভিযান চালায় জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এসময় তিনি বলেন, চুয়াডাঙ্গা শহরের বড় বাজার নীচের বাজার এলাকার মেসার্স হীরা স্টোর নামক প্রতিষ্ঠানকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও তদারকিতে অননুমোদিত ও নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্যবিহীন পণ্য ও বেনামি ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ওই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মুক্তার আলীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৫ ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অপর একটি প্রতিষ্ঠান মেসার্স পিয়াস স্টোরে তদারকি করা হয়। এই প্রতিষ্ঠানটিকেও পূর্বে শিশুদের খারাপ পণ্য বিক্রয় না করার ব্যাপারে সতর্ক করা হয়েছিল। উপরোল্লিখিত একই ধরনের শিশুখাদ্য বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির মালিক পিয়াস উদ্দিনকে আইনের একই ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অননুমোদিত নিম্নমানের নকল ভেজাল ও ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্যগুলো জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। অভিযান চালাকালীন সব ব্যবসায়ীকে সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি ও চুয়াডাঙ্গা বড়বাজারের ব্যবসায়িক নেতৃবৃন্দ। আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর ও আমিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের চৌকস টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।