চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস
সেক্রেটারি প্রার্থী শরীফুজ্জামানের সমর্থনে মিছিল-শোডাউন- আপলোড টাইম : ০৯:০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ৫৩ বার পড়া হয়েছে
আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সম্মেলনকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসাহ দেখা যাচ্ছে। ইতিমধ্যেই জেলা বিএনপির সভাপতির পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক মাহামুদ হাসান খান বাবু। তবে সাধারণ সম্পাদক পদ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা চলছে। এই পদে দুটি মনোনয়নপত্র চূড়ান্ত হলেও নেতা-কর্মীদের সমর্থন ও আলোচনায় ঘুরপাক খাচ্ছে আহ্বায়ক কমিটির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের নাম। বিএনপির এই জেলা সম্মেলন সফল ও সার্থক করতে গতকাল মঙ্গলবার জেলা শহরসহ বিভিন্ন স্থানে মিছিল, পথসভা ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থনে গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির আয়োজন করে চুয়াডাঙ্গা পৌর বিএনপি। সন্ধ্যা ছয়টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল জুড়ে বারবার ধ্বনিত হয়, ‘শরীফুজ্জামান শরীফ’ নামের স্লোগান। মিছিলে অংশ নেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু।
এছাড়াও মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং মৎস্যজীবী দলের নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল। অঙ্গ সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত মিছিলটি প্রমাণ করছে, জেলা সম্মেলনকে সফল করতে এবং শরীফুজ্জামান শরীফকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে সবাই একযোগে কাজ করছেন।
চুয়াডাঙ্গা পৌর বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেন, ‘আমাদের এই মিছিল দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মিছিলের মাধ্যমে দলীয় ঐক্যের বার্তা চুয়াডাঙ্গা শহরের প্রতিটি এলাকায় ছড়িয়ে দেয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, যা ভবিষ্যতে দলকে আরও সুসংগঠিত করবে। আমাদের প্রত্যাশা, এই সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন গণমানুষের নেতা শরীফুজ্জামান শরীফ। যার নেতৃত্ব জেলা বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবে।’
এদিকে, অনুষ্ঠিতব্য এই সম্মেলন সফল করতে পৃথকভাবে সদর উপজেলার সরোজগঞ্জ ও বদরগঞ্জ বাজারে পথসভা ও মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বিকেল সাড়ে চারটায় বদরগঞ্জ বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলিটি একই স্থানে ফিরে পথসভা করে। সন্ধ্যায় সরোজগঞ্জ বাজার থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। মিছিল ও শোডাউনে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগানে সরব ছিলেন, যেমন- ‘জিয়ার সৈনিক এক হও এক হও, খালেদা জিয়া জিন্দাবাদ, রাষ্ট্রনায়ক কে, তারেক রহমান।’ এছাড়াও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মাহমুদ হাসান খান বাবুকে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে ‘সাধারণ সম্পাদক পদে শরীফুজ্জামান শরীফ’কে দেখতে চান তারা, ছিল তাদের অন্যতম স্লোগান।
এদিন বিকেল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত মিছিল ও পথসভায় সরোজগঞ্জ ও বদরগঞ্জ বাজার ছিল মুখরিত। মুক্ত মঞ্চে অনুষ্ঠিত এই পথসভায় সভাপতিত্ব করেন হাবিবুর রহমান হবি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির নেতা মোশারফ মাস্টার, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খাজা, সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম (লাল), জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সহযোগী সম্পাদক নাজমুল হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য আবুল আসলাম সোহাগ আলী, সদর থানা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুবুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ, রানা আহাম্মেদ প্রমুখ।
অপর দিকে, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে এবং জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সফল করতে আন্দুলবাড়ীয়ায় বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে বাজারের দোয়েল চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু ও জেলা যুবদলের সহসভাপতি মোল্লা ফয়েজ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ, সুপার ফাইভ নেতা বজলুর রহমান, রফু উদ্দীন, ইউনিয়ন যুবদলের সভাপতি পদে মনোনয়ন প্রত্যাশী সমসের আলী, যুবদল নেতা মন্টু মন্ডল, সদস্যসচিব এস এম জাভেদ লাল মিয়া, যুগ্ম-আহ্বায়ক জাহিদুল ইসলাম মামুন, যুবদল নেতা রুবেল, শেখ সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা বিপুল হোসেন দরবেশ, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান মুক্তার, যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান সাইদুল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌফিক আহমেদ পল্লব খান, সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি পদে মনোনয়ন প্রত্যাশী সেলিম উদ্দীন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ফরহাদ হোসেন সেলিম, সাধারণ সম্পাদক ডা. তৈয়েবুর রহমান, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদর উদ্দীন বদে, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মমিন, সহ-সম্পাদক মোল্লা ফয়সাল, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সদর আলী, সাধারণ সম্পাদক রিপন খান, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক কলিমুদ্দীনসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।