ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বিজিবির অভিযান

৬ কোটি টাকার স্বর্ণের বারসহ দুজন আটক

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৮:৩২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / ৪৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ দুজন পাচারকারীকে আটক করেছে। গত সোমবার রাতে উপজেলার রায়পুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের রজব আলী মন্ডলের ছেলে আব্দুল কাদের মন্ডল ও রায়রপুর গ্রামের ইয়ার আলীর ছেলে দুলাল উদ্দীন। গত সোমবার মধ্যরাতে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়কের নির্দেশে সামন্তা বিওপির জওয়ানরা সীমান্ত পিলার ৫৯/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের মধ্যে ওঁৎ পেতে থাকেন। বিকেল পাঁচটার দিকে দুজন চোরাকারবারি পায়ে হেঁটে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে এবং তাদের দেহ তল্লাশি করে ৫ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ৪৬টি সোনার বার উদ্ধার করে। শুল্ক কর ফাঁকি দিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে এসব সোনার বার ভারতে পাচার করা হচ্ছিল। তাদের মহেশপুর থানায় সোপর্দ ও উদ্ধারকৃত সোনার বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বিজিবির অভিযান

৬ কোটি টাকার স্বর্ণের বারসহ দুজন আটক

আপলোড টাইম : ০৮:৩২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ দুজন পাচারকারীকে আটক করেছে। গত সোমবার রাতে উপজেলার রায়পুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের রজব আলী মন্ডলের ছেলে আব্দুল কাদের মন্ডল ও রায়রপুর গ্রামের ইয়ার আলীর ছেলে দুলাল উদ্দীন। গত সোমবার মধ্যরাতে বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মহেশপুর-৫৮ বিজিবির অধিনায়কের নির্দেশে সামন্তা বিওপির জওয়ানরা সীমান্ত পিলার ৫৯/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের মধ্যে ওঁৎ পেতে থাকেন। বিকেল পাঁচটার দিকে দুজন চোরাকারবারি পায়ে হেঁটে সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে এবং তাদের দেহ তল্লাশি করে ৫ কোটি ৯৫ লাখ টাকা মূল্যের ৪৬টি সোনার বার উদ্ধার করে। শুল্ক কর ফাঁকি দিয়ে মহেশপুর সীমান্ত দিয়ে এসব সোনার বার ভারতে পাচার করা হচ্ছিল। তাদের মহেশপুর থানায় সোপর্দ ও উদ্ধারকৃত সোনার বার ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।