শিরোনাম:
দর্শনায় নারী নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪
দর্শনা অফিস:
- আপলোড টাইম : ০৮:২৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ৩০ বার পড়া হয়েছে
দর্শনা থানা-পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের মাহাতাব মন্ডলের ছেলে সাজাপ্রাপ্ত আসামি শম্ভু মিয়া (৩২), দর্শনা পৌরসভার জয়নগর গ্রামের মোস্তফা মস্তানের ছেলে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শামীম হোসেন (২৪), একই গ্রামের ইউনুস কাজীর ছেলে রাসেল ওরফে রাশেদ আলী ও মসলেম মন্ডলের ছেলে জাহিদ হোসেন (৩৮)। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্যাগ :