হাইকোর্টের তিন বিচারপতির পদত্যাগ
- আপলোড টাইম : ০৮:১৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ৩৬ বার পড়া হয়েছে
দুর্নীতি ও গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার পদত্যাগ করেছেন হাইকোর্টের তিন বিচারপতি। পদত্যাগকারী বিচারকরা হলেন, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ কে এম জহিরুল হক। সংবিধানের ৯৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বরাবর তারা পদত্যাগপত্র পেশ করেন। সাত বছর আগে দুর্নীতি ও গুরুতর অসদাচরণের অভিযোগে ২০১৯ সালের ২২ আগস্ট হাইকোর্টের এই তিন বিচারপতিকে বিচার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে ঐ সিদ্ধান্ত নেন তত্কালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ঐ সময়ে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়, হাইকোর্টের তিন জন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকেই তিন বিচারপতি পাঁচ বছর ধরে ছিলেন বিচার কাজের বাইরে।
এদিকে বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে বিগত সরকারের করা রিভিউ পিটিশন সাত বছর ধরে বিচারাধীন থাকায় তখন ঐ তিন বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত অক্টোবর মাসে রিভিউ নিষ্পত্তির প্রেক্ষাপটে সংবিধানে পুনর্বহাল হয় বিচারপতি অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান। ঐ কাউন্সিলের প্রধান হলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এবং সদস্য আপিল বিভাগের জ্যেষ্ঠ দুই বিচারক বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। পুনর্বহাল হওয়ার পরই দুটি বৈঠক করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। ঐ বৈঠকের পরই তিন বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পেয়ে তা রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এরপরই তিন বিচারপতি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
ঐ সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতির উদ্দেশে লেখা পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠান তিন বিচারপতি। এরপরই আইন মন্ত্রণালয় থেকে পদত্যাগের একটি সারসংক্ষেপ প্রস্তুত করা হয়। ঐ সার সংক্ষেপ আইন মন্ত্রণালয় হতে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। পদত্যাগপত্র গ্রহণের পর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।