অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেয়া হবে
- আপলোড টাইম : ০৮:১৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
- / ৩১ বার পড়া হয়েছে
অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকার কতোদিন থাকবে, তাদের মেয়াদ কতোদিন হবে, নির্বাচন কবে হবে? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এটি আইন মন্ত্রণালয়ের বিষয় না। তবে আপনাকে একটি বিষয় বলি আমরা অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন দেবো। আগের মতো ভুয়া নির্বাচন চান না উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। আর এটা চাই না- নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া সরকারের কোনো স্বার্থ নেই উল্লেখ করেন উপদেষ্টা। আসিফ নজরুল আরও বলেন, এই সরকারে থাকা অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের পেশায় ফিরে যেতে আগ্রহী।