ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

গাংনীতে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য আটক

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ১১:১৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ৫২ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল রোববার সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার লক্ষ্মীণারায়ণপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও কাথুলী ইউনিয়ন পরিষদের সদস্য।

জানা গেছে, আজমাইন হোসেন টুটুল নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশে তামাক ঘরের নিকট খড়ির গাদার নীচ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাল উদ্ধার করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) মেহেরপুর সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার আশরাফুল্লাহ্ ও গাংনী থানার এসআই কামরুজ্জামান উপস্থিত ছিলেন। এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলকে থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। মামলাসহ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

গাংনীতে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য আটক

আপলোড টাইম : ১১:১৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

মেহেরপুরের গাংনীতে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্যসহ আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল রোববার সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজমাইন হোসেন টুটুল গাংনী উপজেলার লক্ষ্মীণারায়ণপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে ও কাথুলী ইউনিয়ন পরিষদের সদস্য।

জানা গেছে, আজমাইন হোসেন টুটুল নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির পাশে তামাক ঘরের নিকট খড়ির গাদার নীচ থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০ পিস কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাল উদ্ধার করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) মেহেরপুর সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার আশরাফুল্লাহ্ ও গাংনী থানার এসআই কামরুজ্জামান উপস্থিত ছিলেন। এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুলকে থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। মামলাসহ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।