শিরোনাম:
মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা
প্রতিবেদক, মেহেরপুর সদর:
- আপলোড টাইম : ১১:১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ৩১ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন ড্রিলশেড মিলনায়তনে এই সভার আয়োজন হয়। পুলিশ সুপার মাকসুদা আকতার খানমের সভাপতিত্বে সভায় মেহেরপুর জেলা পুলিশের সদস্যরা পুলিশ সুপারের নিকট তাদের সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের সমস্যাগুলো সমাধানের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিনুর রহমান খান, মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান প্রমুখ। সভা শেষে পুলিশ সুপার মাকসুদা খানম সততা ও শৃঙ্খলার সঙ্গে ভালো কাজ করার পরামর্শ দেন। এছাড়া সততা ও একনিষ্ঠাত সঙ্গে কাজ করা পুলিশ কর্মকর্তাদের পুলিশ সুপারের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
ট্যাগ :