চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে তিনটি পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা
নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সেক্রেটারি পদে মনোনয়ন জমা দিলেন শরীফ
- আপলোড টাইম : ১০:৩৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ৪৪ বার পড়া হয়েছে
সম্মেলনের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি পদে একজন, সাধারণ সম্পাদক পদে দুজন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শেষ সময়ের মধ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে নির্বাচন কমিশনারদের নিকট মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা সরাসরি ও প্রতিনিধিদের মধ্যেমে মনোনয়নপত্র জমা দেন। এর আগে গত শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের পক্ষে তাদের প্রতিনিধিরা মনোনয়নপত্র উত্তোলন করেন। গতকাল জমাকৃত মনোনয়নপত্রগুলো গ্রহণ করেন জেলা বিএনপির সম্মেলন-২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আব্দুল খালেক, নির্বাচন কমিশনার অ্যাড. আব্দুর রউফ, অ্যাড. শাহজাহান মুকুল, অ্যাড. মানি খন্দকার ও অ্যাড. মিল্টন।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর পক্ষে বিএনপির জেলা সম্মেলনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে সংগ্রহীত মনোনয়নপত্রটি তাঁর প্রতিনিধিরা জমা দিয়েছেন। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ নেতা-কর্মীদের সাথে নিয়ে স্বশরীরে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা বিশ্বাস মিলির পক্ষে তার প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা দেন। এদিকে, সাংগঠনিক সম্পাদক পদে স্বশরীরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সফিকুল ইসলাম পিটু, দামুড়হুদা উপজেলা বিএনপির নেতা মোহা. খালিদ মাহমুদ, জেলা যুবদলের অর্থ সম্পাদক মো. মোমিনুর রহমান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জানা গেছে, সর্বশেষ ২০১০ সালে বঙ্গজের মধ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। আর চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয় ২০২১ সালে। তবে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন-সংগ্রাম, মামলা, হামলা, গ্রেপ্তারের কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করতে পারেনি জেলা বিএনপি। খানিকটা দেরিতে হলেও এবার জেলা বিএনপি বড় আয়োজনে সম্মেলন করতে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির ইতিহাসে কোনো খোলা ময়দানে এতবড় আয়োজনে সম্মেলন এই প্রথম। গত ১৪ নভেম্বর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৩ নভেম্বর জেলা বিএনপির সম্মেলনে এ তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি প্রার্থী জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য হাবিবুর রহমান বুলেট ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন।
সাধারণ সম্পাদক পদে নেতা-কর্মীদের সাথে নিয়ে স্বশরীরে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ। এসময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফিতুল্লাহ মহলদার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবলু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ওলামা দলের সদস্যসচিব মওলানা আনোয়ার হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, যুগ্ম সম্পাদক আমির হোসেন আমের, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.আর মুকুল, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক মাহাবুব, চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, পৌর যুবদলের সদস্যসচিব আজিজুর রহমান আজিজুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, নাজমুল আরেফিন কিরণ, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী প্রমুখ।
এছাড়াও সাধারণ সম্পাদক পদের অপর প্রার্থী মিলিমা বিশ্বাস মিলির পক্ষে মনোনয়নপত্র জমা দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও পৌর বিএনপির সাবেক সভাপতি আওরঙ্গজেব বেল্টু।