ইপেপার । আজ মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম

একাডেমি মোড় থেকে ভালাইপুর বাজার পর্যন্ত ফোর লেন সড়ক হবে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৩৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / ৪০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিহত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘শহরের একাডেমি মোড় থেকে ভালাইপুর বাজার পর্যন্ত সড়ক প্রশস্ত করে ফোর লেন সড়ক নির্মাণ করা হবে। সড়ক ও জনপথ বিভাগ একাজে সার্বিক সহযোগিতা করবে।’
জেলা প্রশাসক বলেন, জীবননগর উপজেলার বাঁকায় ২২ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে। রাস্তা ১০ ফুট থেকে ১৮ ফুট চওড়া নির্মাণ হচ্ছে। এ কাজে এলাকাবাসী ও প্রশাসনকে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করা হলো। ৬ হাজার ৬২৪ জন হতদরিদ্র ও সক্ষম নারীদের এফডাব্লিউডি কর্মসূচির মাধ্যমে ২০-৫০ বছর বয়সীদের মাসিক ৩০ কেজি করে চাল প্রদান করা হবে। এ বিষয়ে অনলাইন রেজিস্ট্রেশনে হতদরিদ্রদের সহযোগিতা করতে হবে। জেলা কারাগারসহ যেসকল সরকারি অফিসে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি, তারা অবিলম্বে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। বর্তমানে গ্রাম আদালতে ৩ লাখ টাকা পর্যন্ত বিষয়ে গ্রাম আদালতে বিচার চাওয়া যাবে। সিনজেনটা বীজে ফুলকপি চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিষয়টি ভালোভাবে দেখতে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্রের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা পরিষদের প্রশাসক শেখ মেহেদী ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের প্রশাসক (ভারপ্রাপ্ত) এস এম আপিল মোমতাজ, দামুড়হুদা উপজেলা পরিষদের প্রশাসক মমতাজ মহল, জীবননগর উপজেলা পরিষদের প্রশাসক আল-আমীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাহাবুদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পরিবার পরিবল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক শরীফুল ইসলাম, মহিলাবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাকসুরা জান্নাত, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ^াস, গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার মো. আসাদুজ্জামানসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
এদিকে, তীব্র তাপপ্রবাহ ও তীব্র শীত প্রশমনের ব্যবস্থা গ্রহণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া, অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, চতুর্থবারের মতো অর্থনৈতিক শুমারি ১৫ দিন চলবে। শুমারিতে ৭৭৩ জন এ কাজে সহযোগিতা করবেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক জহিরুল ইসলাম

একাডেমি মোড় থেকে ভালাইপুর বাজার পর্যন্ত ফোর লেন সড়ক হবে

আপলোড টাইম : ১০:৩৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিহত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, ‘শহরের একাডেমি মোড় থেকে ভালাইপুর বাজার পর্যন্ত সড়ক প্রশস্ত করে ফোর লেন সড়ক নির্মাণ করা হবে। সড়ক ও জনপথ বিভাগ একাজে সার্বিক সহযোগিতা করবে।’
জেলা প্রশাসক বলেন, জীবননগর উপজেলার বাঁকায় ২২ কিলোমিটার রাস্তার প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে। রাস্তা ১০ ফুট থেকে ১৮ ফুট চওড়া নির্মাণ হচ্ছে। এ কাজে এলাকাবাসী ও প্রশাসনকে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করা হলো। ৬ হাজার ৬২৪ জন হতদরিদ্র ও সক্ষম নারীদের এফডাব্লিউডি কর্মসূচির মাধ্যমে ২০-৫০ বছর বয়সীদের মাসিক ৩০ কেজি করে চাল প্রদান করা হবে। এ বিষয়ে অনলাইন রেজিস্ট্রেশনে হতদরিদ্রদের সহযোগিতা করতে হবে। জেলা কারাগারসহ যেসকল সরকারি অফিসে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি, তারা অবিলম্বে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। বর্তমানে গ্রাম আদালতে ৩ লাখ টাকা পর্যন্ত বিষয়ে গ্রাম আদালতে বিচার চাওয়া যাবে। সিনজেনটা বীজে ফুলকপি চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিষয়টি ভালোভাবে দেখতে কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্রের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা পরিষদের প্রশাসক শেখ মেহেদী ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের প্রশাসক (ভারপ্রাপ্ত) এস এম আপিল মোমতাজ, দামুড়হুদা উপজেলা পরিষদের প্রশাসক মমতাজ মহল, জীবননগর উপজেলা পরিষদের প্রশাসক আল-আমীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাহাবুদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, পরিবার পরিবল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক শরীফুল ইসলাম, মহিলাবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাকসুরা জান্নাত, ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ^াস, গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার মো. আসাদুজ্জামানসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
এদিকে, তীব্র তাপপ্রবাহ ও তীব্র শীত প্রশমনের ব্যবস্থা গ্রহণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া, অর্থনৈতিক শুমারি ২০২৪ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা শুমারি স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, চতুর্থবারের মতো অর্থনৈতিক শুমারি ১৫ দিন চলবে। শুমারিতে ৭৭৩ জন এ কাজে সহযোগিতা করবেন।