ইপেপার । আজ মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ১০:২২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / ৩৪ বার পড়া হয়েছে

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে এসব দুর্ঘটনা ঘটে। নিহত একজন হলেন মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের আজগর আলীর ছেলে ইব্রাহিম (১৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, কুষ্টিয়ার দিক থেকে একটি ট্রাক ও একটি মাইক্রোবাস গাংনীর দিকে আসছিল। এসময় মোটরসাইকেল চালক দুই গাড়ির মাঝ দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছিল। এসময় মাইক্রোবাস ও ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে পড়ে চালক ইব্রাহিম মাথা ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে গাংনী এবং পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। তবে কুষ্টিয়া পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এদিকে মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের উপকণ্ঠে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। নিহত নারীর মানসিক প্রতিবন্ধী ছিলেন এমন ধারণা করা হচ্ছে।

জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টার পর মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কাছে রাস্তার ওপর ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে তারা মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে লাশ মর্গে প্রেরণ করে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দ্রুতগামী কোনো যান ওই নারীকে ধাক্কায় দিয়ে পালিয়ে যেতে পারে। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিহত নারীর শরীরের বিভিন্ন অংশে থেতলানোর চিহ্ন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

আপলোড টাইম : ১০:২২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পরে এসব দুর্ঘটনা ঘটে। নিহত একজন হলেন মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের আজগর আলীর ছেলে ইব্রাহিম (১৫)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, কুষ্টিয়ার দিক থেকে একটি ট্রাক ও একটি মাইক্রোবাস গাংনীর দিকে আসছিল। এসময় মোটরসাইকেল চালক দুই গাড়ির মাঝ দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছিল। এসময় মাইক্রোবাস ও ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে পড়ে চালক ইব্রাহিম মাথা ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে গাংনী এবং পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। তবে কুষ্টিয়া পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
এদিকে মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের উপকণ্ঠে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। নিহত নারীর মানসিক প্রতিবন্ধী ছিলেন এমন ধারণা করা হচ্ছে।

জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টার পর মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কাছে রাস্তার ওপর ওই নারীর লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে তারা মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে লাশ মর্গে প্রেরণ করে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দ্রুতগামী কোনো যান ওই নারীকে ধাক্কায় দিয়ে পালিয়ে যেতে পারে। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিহত নারীর শরীরের বিভিন্ন অংশে থেতলানোর চিহ্ন রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম জানান, দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।