আলমডাঙ্গায় র্যাবের অভিযানে গাঁজাসহ নারী মাদক পাচারকারী আটক
- আপলোড টাইম : ১০:১৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ২৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ফজিলা খাতুন (৬০) নামের এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। ফজিলা দুর্লভপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুল মজিদের স্ত্রী। র্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান, ফজিলা খাতুন চিহ্নিত মাদক পাচারকারী। তিনি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক পাচার করতো। পাচারের জন্য তার নিজ বাড়িতে বিপুল পরিমাণ মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর গাংনীস্থ ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে। ফজিলা খাতুনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার স্বীকারোক্তি মোতাবেক পার্শ্ববর্তী আব্বাস উদ্দিনের বসতবাড়ীর পূর্ব দুয়ারী পরিত্যক্ত রান্না ঘরে একটি স্টিলের বক্সের ভিতর থেকে ১০ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।