ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ বিকেল ৪টা

সভাপতি পদে একজন, সম্পাদক পদে দুজন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জনের মনোনয়নপত্র উত্তোলন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / ৮৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি পদে একজন, সাধারণ সম্পাদক পদে দুজন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল শনিবার দুপুর ১২ থেকে বিকেল ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে নির্বাচন কমিশনারদের নিকট থেকে তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আজ রোববার (১৭ নভেম্বর) সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা বিশ্বাস মিলির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এবং সাংগঠনিক সম্পাদক পদে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সফিকুল ইসলাম পিটু, দামুড়হুদা উপজেলা বিএনপির নেতা মোহা. খালিদ মাহমুদ, জেলা যুবদলের অর্থ সম্পাদক মো. মোমিনুর রহমান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
জানা গেছে, ২০১০ সালে বঙ্গজের মধ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আর ২০২১ সালে চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়। তবে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন সংগ্রাম, মামলা, হামলা, গ্রেপ্তারের কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করতে পারেনি জেলা বিএনপি। খানিকটা দেরিতে হলেও এবার জেলা বিএনপি বড় আয়োজনে সম্মেলন করতে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির ইতিহাসে কোনো খোলা ময়দানে এতবড় আয়োজনে সম্মেলন এই প্রথম। আগামী ২৩ নভেম্বর এ সম্মেলন উপলক্ষে গত ১৪ নভেম্বর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. আব্দুল খালেক। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অ্যাড. আব্দুর রউফ, অ্যাড. শাহজাহান মুকুল, অ্যাড. মানি খন্দকার, অ্যাড. মিল্টন।
গতকাল চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি প্রার্থী পদে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো আনোয়ার হোসেন খোকন খান, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো মনিরুজ্জামান মনির, জীবননগর উপজেলা যুগ্ম সম্পাদক ময়েন উদ্দীন ময়েন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো সাইফুর রশিদ ঝন্টু।
সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্যসচিব মো শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান পিন্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা সিনিয়র সহসভাপতি মো. আখতার হোসেন জোয়দ্দার, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো সাইফুর রশিদ ঝন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. মহাবুল হক মাহাবুব, সদর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান মুক্ত, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়দ্দার সোনা, তরিকুল আলম জোয়ার্দার বিলু, পৌর কৃষকদলের আহ্বায়ক মো. হাবিবুল্লাহ জোয়ার্দার ছটি, সদর উপজেলা স্বেচ্ছাসেবকব দলের আহ্বায়ক এস এম হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসন, পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল আলম মেহেদীসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর, শংকরচন্দ্র, মোমিনপুর, আলোকদিয়া, নবগঠিত মাখালডাঙ্গা, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।
মিলিমা বিশ্বাস মিলির পক্ষে সাধারণ সম্পাদক পদে সোহাগ ও স্কয়ার নামে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ বিকেল ৪টা

সভাপতি পদে একজন, সম্পাদক পদে দুজন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪ জনের মনোনয়নপত্র উত্তোলন

আপলোড টাইম : ১০:০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি পদে একজন, সাধারণ সম্পাদক পদে দুজন এবং সাংগঠনিক সম্পাদক পদে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল শনিবার দুপুর ১২ থেকে বিকেল ৫টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে নির্বাচন কমিশনারদের নিকট থেকে তারা মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আজ রোববার (১৭ নভেম্বর) সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিলিমা বিশ্বাস মিলির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এবং সাংগঠনিক সম্পাদক পদে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সফিকুল ইসলাম পিটু, দামুড়হুদা উপজেলা বিএনপির নেতা মোহা. খালিদ মাহমুদ, জেলা যুবদলের অর্থ সম্পাদক মো. মোমিনুর রহমান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মীর্জা ফরিদুল ইসলাম শিপলু মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
জানা গেছে, ২০১০ সালে বঙ্গজের মধ্যে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আর ২০২১ সালে চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটি গঠিত হয়। তবে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন, আন্দোলন সংগ্রাম, মামলা, হামলা, গ্রেপ্তারের কারণে নির্ধারিত সময়ে সম্মেলন করতে পারেনি জেলা বিএনপি। খানিকটা দেরিতে হলেও এবার জেলা বিএনপি বড় আয়োজনে সম্মেলন করতে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির ইতিহাসে কোনো খোলা ময়দানে এতবড় আয়োজনে সম্মেলন এই প্রথম। আগামী ২৩ নভেম্বর এ সম্মেলন উপলক্ষে গত ১৪ নভেম্বর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. আব্দুল খালেক। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন অ্যাড. আব্দুর রউফ, অ্যাড. শাহজাহান মুকুল, অ্যাড. মানি খন্দকার, অ্যাড. মিল্টন।
গতকাল চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি প্রার্থী পদে জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মো আনোয়ার হোসেন খোকন খান, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো মনিরুজ্জামান মনির, জীবননগর উপজেলা যুগ্ম সম্পাদক ময়েন উদ্দীন ময়েন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো সাইফুর রশিদ ঝন্টু।
সাধারণ সম্পাদক পদে জেলা বিএনপির সদস্যসচিব মো শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান পিন্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপটন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা উপজেলা সিনিয়র সহসভাপতি মো. আখতার হোসেন জোয়দ্দার, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পল্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো সাইফুর রশিদ ঝন্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. মহাবুল হক মাহাবুব, সদর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান মুক্ত, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়দ্দার সোনা, তরিকুল আলম জোয়ার্দার বিলু, পৌর কৃষকদলের আহ্বায়ক মো. হাবিবুল্লাহ জোয়ার্দার ছটি, সদর উপজেলা স্বেচ্ছাসেবকব দলের আহ্বায়ক এস এম হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসন, পৌর ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল আলম মেহেদীসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর, শংকরচন্দ্র, মোমিনপুর, আলোকদিয়া, নবগঠিত মাখালডাঙ্গা, পদ্মবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।
মিলিমা বিশ্বাস মিলির পক্ষে সাধারণ সম্পাদক পদে সোহাগ ও স্কয়ার নামে দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেন।