দর্শনায় পরপর দু-দিন দেখা মিলল বিষধর রাসেলস ভাইপার
- আপলোড টাইম : ১০:০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ৩৩ বার পড়া হয়েছে
দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের একটি মাঠে পরপর দুই দিনে দুটি বিষধর রাসেলস ভাইপারের (চন্দ্রবোড়া সাপ) দেখা মিললেছে। স্থানীয় কয়েকজন যুবক ও কৃষকেরা দুটি সাপকেই পিটিয়ে মেরেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ও গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শ্যামপুর গ্রামের কবরস্থানের পাশে সাপ দুটির দেখা মেলে।
জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে কয়েকজন যুবক সরকারি কবরস্থানের পাশ দিয়ে শ্যামপুর মাঠে যাচ্ছিলেন। এসময় পাশের একটি বেগুন খেতে রাসেলস ভাইপার দেখতে পেয়ে চিৎকার করেন। এসময় স্থানীয় কৃষকেরা দ্রুত লাঠিসোঁটা নিয়ে এসে সাপটিকে পিটিয়ে মারার পর মাটিতে পুঁতে ফেলে।
এর আগের দিন একই মাঠে এক কৃষকের স্ত্রীও রাসেলস ভাইপার দেখতে পেয়ে চিৎকার করেন। এসময় স্থানীয়রা এসে ওই সাপটিকে মারে।
উল্লেখ্য, সম্প্রতি সারা দেশে রাসেলস ভাইপার নামক বিষধর সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বেশ কিছুদিন এ নিয়ে আর কোনো আলোড়ন সৃষ্টি হয়নি। তবে পরপর দু-দিন দর্শনায় রাসেলস ভাইপারের দেখা পাওয়ায় স্থানীয় বাসিন্দা ও বৃষকদের মধ্যে নতুন করে এই আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠেছে।