চুয়াডাঙ্গায় জামায়াতের জেলা শূরার অধিবেশনে রুহুল আমিন
জামায়াতের প্রতিনিধিরা গমের খোসাও স্পর্শ করে না
- আপলোড টাইম : ০৯:৫২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ৫০ বার পড়া হয়েছে
জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন ২০২৫-২০২৬ সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন। এ সময় তিনি বলেছেন, ‘জামায়াতের নির্বাচিত প্রতিনিধিরা গম মারা তো দূরের কথা, গমের খোসাও স্পর্শ করে না।’ জেলা কমিটির শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি টিমস্পিরিটের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘আমরা জান্নাতের জন্য কাজ করতে চাই। আমাদের পরিচ্ছন্ন জীবনযাপন করতে হবে। দায়িত্বশীলদের অর্থনৈতিক স্বচ্ছতা মেনে চলতে হবে। শুনবো বেশি, কথা কম বলবো।’
গতকাল জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২০২৬ সেশনের জন্য ১৭ সদস্য বিশিষ্ট জেলা কর্মপরিষদ এবং শুরা সদস্যদের নির্বাচন করা হয়েছে।
শুরা সদস্যরা হলেন- মাওলানা আজিজুর রহমান, অ্যাড. আসাদুজ্জামান, অ্যাড. মাসুদ পারভেজ, জিয়াউল আব্বাস উদ্দিন, সেলিম রেজা, মনিরউদ্দিন, মেহের আলী, মুসলিম উদ্দিন, দারুস সালাম, সফিউল আলম বকুল, বিলাল হোসেন, আব্দুর জব্বার, অ্যাড. হাসিবুল ইসলাম, রেজাউল ইসলাম, মাহবুবুর রহমান টুকু, খাইরুল ইসলাম, নায়েব আলী, আব্দুর গফুর, টিটন, সাজেদুর রহমান, সাখাওয়াত হোসেন এবং হাফেজ বিলাল হোসেন।
জেলা আমির আরও দুইজন রুকনকে শুরা সদস্য হিসেবে মনোনীত করেন। তারা হলেন- অ্যাড. মুসলিম উদ্দিন ও মাওলানা লোকমান হোসেন।
জেলা কর্মপরিষদের দায়িত্বপ্রাপ্তরা হলেন- জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ ও আব্দুল কাদের।
অন্য সদস্যরা হলেন- ইস্রাইল হোসেন, কামাল উদ্দিন, আলতাফ হোসেন, জিয়াউল হক, মাওলানা হাফিজুর রহমান, মহি উদ্দিন, মাসুম বিল্লাহ, মফিজুর রহমান জোয়ার্দ্দার, দারুস সালাম, অধ্যাপক খলিলুর রহমান, নূর মোহাম্মদ টিপু, মাহফুজুর রহমান, কাইয়ূম উদ্দিন হিরোক।
অধিবেশনে জেলা জামায়ের আমির রুহুল আমিন আশাবাদ ব্যক্ত করেন যে, ‘নতুন সেশনে জেলা কমিটি টিমস্পিরিট নিয়ে কাজ করবে এবং জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্ব পালন করবে।’