ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে রসুন

জীবননগর অফিস:
  • আপলোড টাইম : ০৯:৩৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
  • / ৩৫ বার পড়া হয়েছে

জীবননগরের সবচেয়ে বড় পাইকারি বাজার জীবননগর পৌর কাঁচাবাজার। এখান থেকে গত কয়েক দিন ধরে শতশত মণ রসুন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাচার হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত বাজারে বাড়ছে রসুনের দাম। দিনের বেলা জীবননগর আড়ত থেকে রসুন ভারতে পাচার হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কিছু ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি ভারতে রসুন পাচারের ঘটনা বেড়েই চলেছে। জীবননগর বাজারের কাঁচা মালের পাইকারি আড়ত থেকে রসুন কিনে নিয়ে পাচারকারীরা সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাচ্ছেন। পরে সেসব রসুনই চোরাকারবারিরা ভারতে পাচার করছেন। সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের সীমান্ত দিয়ে বেশি রসুন পাচার হচ্ছে।

ওই ব্যবসায়ীরা বলেন, ভারতে রসুন পাচার হওয়ার কারণে বাংলাদেশ রসুনের দাম বেড়েই চলছে। এখন বাংলাদেশে রসুনের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৪০ টাকা কেজি। তবে ভারতের বিভিন্ন খোলাবাজারে এখন ৩৮০ থেকে ৪২০ রুপিতে বিক্রি হচ্ছে। লাভের পরিমাণ বেশি হওয়ায় রসুন পাচার বাড়ছে।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, জীবননগর বাজার থেকে ইজিবাইক ও পাখি ভ্যানে করে রসুন নতুনপাড়ার মোড়ে নেওয়া হচ্ছে। সেখানে জমা করে সন্ধ্যার সময় ভারতে পাচার করা হবে বলে জানা গেছে। তবে প্রশাসন দেখেও না দেখার ভান করছে বলে জানায় স্থানীয়রা।
তথ্যানুসন্ধানে জানা গেছে, সীমান্ত এলাকার নতুনপাড়ায় ভারতের তার কাটা সংস্কারের জন্য সমস্ত তার কাটা সরিয়ে ফেলা হয়েছে। এই সুযোগে নতুনপাড়া গ্রামের বেশ কয়েকজন ব্যক্তি মিলে জীবননগর বাজার থেকে রসুন কিনে ভারতে পাচার করছেন।
এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়। এখন জানতে পারলাম। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের সঙ্গে এ নিয়ে কথা বলব। এছাড়া তিনি বিষয়টি নিয়ে বিজিবির সিইওর সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে রসুন

আপলোড টাইম : ০৯:৩৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪

জীবননগরের সবচেয়ে বড় পাইকারি বাজার জীবননগর পৌর কাঁচাবাজার। এখান থেকে গত কয়েক দিন ধরে শতশত মণ রসুন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাচার হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত বাজারে বাড়ছে রসুনের দাম। দিনের বেলা জীবননগর আড়ত থেকে রসুন ভারতে পাচার হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় কিছু ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, সম্প্রতি ভারতে রসুন পাচারের ঘটনা বেড়েই চলেছে। জীবননগর বাজারের কাঁচা মালের পাইকারি আড়ত থেকে রসুন কিনে নিয়ে পাচারকারীরা সীমান্তবর্তী এলাকায় নিয়ে যাচ্ছেন। পরে সেসব রসুনই চোরাকারবারিরা ভারতে পাচার করছেন। সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের সীমান্ত দিয়ে বেশি রসুন পাচার হচ্ছে।

ওই ব্যবসায়ীরা বলেন, ভারতে রসুন পাচার হওয়ার কারণে বাংলাদেশ রসুনের দাম বেড়েই চলছে। এখন বাংলাদেশে রসুনের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৪০ টাকা কেজি। তবে ভারতের বিভিন্ন খোলাবাজারে এখন ৩৮০ থেকে ৪২০ রুপিতে বিক্রি হচ্ছে। লাভের পরিমাণ বেশি হওয়ায় রসুন পাচার বাড়ছে।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, জীবননগর বাজার থেকে ইজিবাইক ও পাখি ভ্যানে করে রসুন নতুনপাড়ার মোড়ে নেওয়া হচ্ছে। সেখানে জমা করে সন্ধ্যার সময় ভারতে পাচার করা হবে বলে জানা গেছে। তবে প্রশাসন দেখেও না দেখার ভান করছে বলে জানায় স্থানীয়রা।
তথ্যানুসন্ধানে জানা গেছে, সীমান্ত এলাকার নতুনপাড়ায় ভারতের তার কাটা সংস্কারের জন্য সমস্ত তার কাটা সরিয়ে ফেলা হয়েছে। এই সুযোগে নতুনপাড়া গ্রামের বেশ কয়েকজন ব্যক্তি মিলে জীবননগর বাজার থেকে রসুন কিনে ভারতে পাচার করছেন।
এ বিষয়ে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়। এখন জানতে পারলাম। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের সঙ্গে এ নিয়ে কথা বলব। এছাড়া তিনি বিষয়টি নিয়ে বিজিবির সিইওর সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন।