চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভা আজ
- আপলোড টাইম : ০৮:১৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ৩৩ বার পড়া হয়েছে
মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হামিদুল হক মুন্সী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) শাহজাহান আলী বিশ্বাস জেলা কমিটির সভা আহ্বান করেছেন। আজ শনিবার (১৬ নভেম্বর) বিকেল পৌনে চারটায় দৈনিক সময়ের সমীকরণ অফিসে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় নদী ও পরিবেশ প্রেমীদের আমন্ত্রণ জানানো হয়েছে। মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হামিদুল হক মুন্সী বলেন, মাথাভাঙ্গা নদী বাঁচলে চুয়াডাঙ্গার অন্য সকল নদী বাঁচবে। এই নদীকে গুরুত্ব দিয়ে আমাদের এ অঞ্চলের পরিবেশ রক্ষা করতে হবে। তাই সকল নদী এবং পরিবেশ প্রেমী আর যারা ভবিষ্যতের আবহাওয়া, পরিবেশ-প্রতিবেশ নিয়ে ভাবেন, তাদের সকলকে এই সামাজিক আন্দোলনে সামিল হওয়া আহ্বান জানায়। আমরা নতুন সাধারণ সদস্য সংগ্রেহের কাজও করছি। দল, মত নির্বিষে সকলকে নদী বাঁচাতে এই আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান বাঁচাও আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) হামিদুল হক মুন্সী।