দর্শনায় শহীদ আবু সাঈদ-মীর মুগ্ধ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল
২-১ গোলে পাবনা একাদশ সেমিফাইনালে
- আপলোড টাইম : ০৮:১৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ৩৭ বার পড়া হয়েছে
দর্শনায় শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে দর্শনা রামনগর রামাযুসের আয়োজনে মেমনগর ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় দারিয়াপুর ফুটবল একাদশ ও পাবনা ফুটবল একাদশ। খেলায় পাবনা ফুটবল একাদশ ২-১ গোলে দারিয়াপুর ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং মাদক থেকে দূরে রাখে এবং যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শনা সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকব্যবসার কারণে যুব সমাজের একাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার আয়োজন অব্যাহত রাখতে হবে।’
বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মালিতা, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বিলু, এবং বিশিষ্ট ফুটবলার গিয়াসউদ্দিন পিনা। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক লুৎফর রহমান।