ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

দর্শনার উজলপুরে এক বিঘা পেঁপে বাগান কর্তন, থানায় অভিযোগ

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৮:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / ৩৪ বার পড়া হয়েছে

দর্শনা উজলপুরে পূর্ব শত্রুতা থেকে এক বিঘা পেঁপে বাগান কর্তন করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী বাগান মালিক। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে তানজিল হোসেনের এক বিঘা জমিতে পেঁপে বাগান ছিল। গতকাল সকালে বাগান পরিচর্যার জন্য তানজিল হোসেন মাঠে গিয়ে তার বাগানের সমস্ত গাছ কাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি নিয়ে দর্শনা থানায় অভিযোগ করেন।

ভুক্তভোগী তানজিল হোসেন জানান, ২০ দিন আগে তার বাগানের পাশে একটি বাদামের ক্ষেত থেকে একই গ্রামের ইব্রাহিম, তার ছেলে পলাশ ও জামাই মমিন বাদামের ঘাস নিতে গিয়ে পেঁপে বাগানে কিছু ক্ষতি করেন। তখন তিনি তাদের নিষেধ করেন, কিন্তু তারা তর্কে জড়িয়ে তাকে হুমকি দেয়। এরই ফলস্বরূপ, তারা তার পেঁপে বাগান কেটে দিয়েছে বলে অভিযোগ করেন তানজিল। তিনি বলেন, তার ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনার উজলপুরে এক বিঘা পেঁপে বাগান কর্তন, থানায় অভিযোগ

আপলোড টাইম : ০৮:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

দর্শনা উজলপুরে পূর্ব শত্রুতা থেকে এক বিঘা পেঁপে বাগান কর্তন করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী বাগান মালিক। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের উজলপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে তানজিল হোসেনের এক বিঘা জমিতে পেঁপে বাগান ছিল। গতকাল সকালে বাগান পরিচর্যার জন্য তানজিল হোসেন মাঠে গিয়ে তার বাগানের সমস্ত গাছ কাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি নিয়ে দর্শনা থানায় অভিযোগ করেন।

ভুক্তভোগী তানজিল হোসেন জানান, ২০ দিন আগে তার বাগানের পাশে একটি বাদামের ক্ষেত থেকে একই গ্রামের ইব্রাহিম, তার ছেলে পলাশ ও জামাই মমিন বাদামের ঘাস নিতে গিয়ে পেঁপে বাগানে কিছু ক্ষতি করেন। তখন তিনি তাদের নিষেধ করেন, কিন্তু তারা তর্কে জড়িয়ে তাকে হুমকি দেয়। এরই ফলস্বরূপ, তারা তার পেঁপে বাগান কেটে দিয়েছে বলে অভিযোগ করেন তানজিল। তিনি বলেন, তার ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।