দর্শনায় তুচ্ছ ঘটনায় যুবককে মারধর, থানায় মামলা
- আপলোড টাইম : ০৮:১৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
- / ২২ বার পড়া হয়েছে
দর্শনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র শাহরিয়ার সাদিত কিমন (১৮) নামের এক যুবককে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা সরকারি ফুড গোডাউনের পাশে এই ঘটনা ঘটে। আহত শাহরিয়ার সাদিত কিমন দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের শাহিনুজ্জামান টুটুলের ছেলে। গতকালই এ ঘটনায় দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে তার পরিবার। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামে ওয়াজ মাহফিল চলাকালে জীবন (১৮) ও রিফাত (২০) কিছু মেয়েকে উত্যক্ত করার চেষ্টা করলে কিমন তাদের নিষেধ করেন। এর ফলে কিমনের সঙ্গে তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
এরপর, গতকাল বিকেলে কিমন প্রাইভেট পড়া শেষ করে পাখি ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে দর্শনা সরকারি ফুড গোডাউনের কাছে পৌঁছালে জীবন, রিফাত ও তাদের সঙ্গীরা দেশীয় অস্ত্র নিয়ে কিমনকে আটক করে মাদরাসার নির্মাণাধীন ঘরে নিয়ে যায়। সেখানে তাকে লোহার রড, এসএস পাইপ ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক মারধর করে। পরে কিমনকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে আহত কিমনের পিতা শাহিনুজ্জামান টুটুল দর্শনা থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এজহারে এরাও যাদের অভিযুক্ত অন্য আসামিরা হলেণ- আরাফাত (১৯), রুসেল (১৮), গাফ্ফার (১৯), নজু (৫০), সোহান (১৯) এবং বিজয় (১৮)। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’