ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর সহযোগিতায় জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তরের অভিযান

বিগ বাজারসহ দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৪৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / ৬৮ বার পড়া হয়েছে

সেনাবাহিনীর সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সজল আহম্মেদ জানান, সকালে মোছা. খুরশিদা আক্তার খুশি নামের একজন ভোক্তা অভিযোগ করেন বিগবাজার থেকে গতকাল ফার্মফ্রেশের কয়েকটি ম্যাংগো মিল্ক জুস ক্রয় করেন। বাসায় গিয়ে জুস খাওয়ার পর তার দুই মেয়ে অসুস্থ হয়ে পড়ে ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অভিযোগকারী দেখতে পান জুসগুলো মেয়াদোত্তীর্ণ হয়েছে ৬ মাস আগেই। অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎক্ষণাৎ বিগবাজার ও সরবরাহকারী ডিলার প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তারা বিগবাজারের ফ্রিজে সংরক্ষিত একই ডেটের আরও ১৫-২০টি মেয়াদোত্তীর্ণ জুস পায়।

সজল আহম্মেদ বলেন, ফ্রিজে সংরক্ষণ করে মেয়াদোত্তীর্ণ জুস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. ফরহাদ আহম্মেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আর আইন অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে জরিমানার ২৫ শতাংশ ১২ হাজার ৫০০ টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়। এসময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।

সজল আহম্মেদ আরও বলেন, পরবর্তীতে ফার্মফ্রেশ জুসের সরবরাহকারী ডিলার প্রতিষ্ঠান মেসার্স সাদিক এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে মেয়াদোত্তীর্ণ উল্লেখিত জুসের পাশাপাশি আরও অনেক মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ পণ্য জব্দ করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ ও সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আবুল হোসেনকে একই ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা ক্যাবের সভাপতি মানিক আকবর, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম ও ওয়ারেন্ট অফিসার জুলফিকারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর সহযোগিতায় জেলা টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তরের অভিযান

বিগ বাজারসহ দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা

আপলোড টাইম : ১০:৪৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

সেনাবাহিনীর সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সদর উপজেলার কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সজল আহম্মেদ জানান, সকালে মোছা. খুরশিদা আক্তার খুশি নামের একজন ভোক্তা অভিযোগ করেন বিগবাজার থেকে গতকাল ফার্মফ্রেশের কয়েকটি ম্যাংগো মিল্ক জুস ক্রয় করেন। বাসায় গিয়ে জুস খাওয়ার পর তার দুই মেয়ে অসুস্থ হয়ে পড়ে ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অভিযোগকারী দেখতে পান জুসগুলো মেয়াদোত্তীর্ণ হয়েছে ৬ মাস আগেই। অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎক্ষণাৎ বিগবাজার ও সরবরাহকারী ডিলার প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তারা বিগবাজারের ফ্রিজে সংরক্ষিত একই ডেটের আরও ১৫-২০টি মেয়াদোত্তীর্ণ জুস পায়।

সজল আহম্মেদ বলেন, ফ্রিজে সংরক্ষণ করে মেয়াদোত্তীর্ণ জুস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. ফরহাদ আহম্মেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আর আইন অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে জরিমানার ২৫ শতাংশ ১২ হাজার ৫০০ টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়। এসময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।

সজল আহম্মেদ আরও বলেন, পরবর্তীতে ফার্মফ্রেশ জুসের সরবরাহকারী ডিলার প্রতিষ্ঠান মেসার্স সাদিক এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে মেয়াদোত্তীর্ণ উল্লেখিত জুসের পাশাপাশি আরও অনেক মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ পণ্য জব্দ করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ ও সংরক্ষণ করে বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আবুল হোসেনকে একই ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা ক্যাবের সভাপতি মানিক আকবর, ছাত্র প্রতিনিধি মুশফিকুর রহিম ও ওয়ারেন্ট অফিসার জুলফিকারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।