চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার হলেন দিল আরা চৌধুরী
- আপলোড টাইম : ১০:৪৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- / ৩৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন মোছা. দিল আরা চৌধুরী। তিনি চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান অবসরে যাওয়ায় এই পদ শূন্য হয়। গতকাল বৃহস্পতিবার বিদায়ী জেলা শিক্ষা অফিসারের নিকট থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা শিক্ষা অফিসার পদে দায়িত্বভার বুঝে নেন দিল আরা চৌধুরী। এ উপলক্ষে গতকাল জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এক সংবর্ধনা ও দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় দিল আরা চৌধুরীকে স্বাগত জানানো হয় এবং জেলা শিক্ষা ব্যবস্থায় বিদায়ী শিক্ষা অফিসারের অভিজ্ঞতা ও দক্ষতার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এসময় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ জেলার চার উপজেলা শিক্ষা অফিসারগণ উপস্থিত ছিলেন।