দর্শনা পৌরসভার দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ; কর্মচাঞ্চল্য ফিরেছে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে
- আপলোড টাইম : ১০:৪৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- / ৫৬ বার পড়া হয়েছে
দর্শনা পৌরসভায় প্রশাসক নিয়োগের পর থেকে সেবার মান কিছুটা বাড়লেও বকেয়া বেতন নিয়ে অসন্তোষ ছিল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। দীর্ঘদিন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া থাকার কারণে কাজকর্মে ছিল না মনোনিবেশ। তবে গতকাল বৃহস্পতিবার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে।
জানা গেছে, দর্শনা পৌরসভায় প্রশাসক হিসেবে গত ১৮ আগস্টে নিয়োগপ্রাপ্ত হন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। তিনি দর্শনা পৌরসভার প্রশাসক হিসেবে যোগদান করার পরপরই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা বসেন। এসময় তিনি পৌরসভার সমস্যাগুলো চিহ্নিত করেন। তিনি এর মধ্যে প্রাধান্য দেন পৌর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন, জন্ম-মৃত্যু সনদে মানুষের ভোগান্তি, রাস্তাঘাট ড্রেন পরিষ্কারসহ পৌরবাসীর সেবার মান বৃদ্ধির।
এসব সমস্যা সমাধান করার লক্ষ্যে তিনি নানামুখী কর্মতালিকা তৈরি করেন। পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান একান্ত প্রচেষ্টায় দুই মাসের মধ্যে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করেছেন। বকেয়া বেতন পেয়ে পৌরসভার কর্মচারীরা প্রশাসককে জানিয়েছে ধন্যবাদ জানান। সেই সাথে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ফিরেছে নতুন কর্মচাঞ্চল্য।