ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে পুরো প্যানেল

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৪২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / ৬৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে-২০২৫ সভাপতি-সম্পাদকসহ ১৫ প্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা করেছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। জানা গেছে, গত ১১ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহের দিনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি-সম্পাদকসহ পদে ১৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পরের দিন নির্বাচন কমিশনের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। অপর দিকে, আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতিসহ চারটি পদে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আর সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু তারা কেউ মনোনয়নপত্র জমা দেননি।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক পদে আহসান আলী, সহসভাপতি পদে মানজার আলী জোয়ার্দ্দার হেলাল ও আব্দুল্লা আল-মামুন এরশাদ, যুগ্ম সম্পাদক পদে এস এম হুমায়ুন কবীর ও মসিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে এস এন এ হাশেমী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহজামাল (জামাল), গ্রন্থাগার সম্পাদক পদে জীল্লুর রহমান জালাল, কার্যকরী নির্বাহী সদস্য পদে রুবিনা পারভীন রুমা, বজলুর রহমান লাভলু, ইকরামুল হক, রাগিব আহসান, আশিকুর রহমান রাজ ও শরিফুল ইসলাম (২)।

অপর দিকে, আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে আবুল বাশার, সহসভাপতি পদে আকসিজুল ইসলাম রতন ও ওয়ালিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে আবু তালেব বিশ^াস মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা কেউই মনোনয়নপত্র জমা দেননি। একইভাবে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আফজালুল হকও মনোনয়নপত্র জমা দেননি।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. শাহ আলম বলেন, নির্বাচনে সভাপতি-সম্পাদক পদসহ ১৫টি পদে একাধিক প্রার্থী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছ্নে। ফলাফলের নির্ধারিত দিন আগামী ৩০ নভেম্বর ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেনি এমন কোনো অভিযোগও পাওয়া যায়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে পুরো প্যানেল

আপলোড টাইম : ১০:৪২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে-২০২৫ সভাপতি-সম্পাদকসহ ১৫ প্রার্থীর চূড়ান্ত নাম ঘোষণা করেছে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। জানা গেছে, গত ১১ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহের দিনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি-সম্পাদকসহ পদে ১৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পরের দিন নির্বাচন কমিশনের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন। অপর দিকে, আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতিসহ চারটি পদে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আর সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। কিন্তু তারা কেউ মনোনয়নপত্র জমা দেননি।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও সাধারণ সম্পাদক পদে আহসান আলী, সহসভাপতি পদে মানজার আলী জোয়ার্দ্দার হেলাল ও আব্দুল্লা আল-মামুন এরশাদ, যুগ্ম সম্পাদক পদে এস এম হুমায়ুন কবীর ও মসিউর রহমান পারভেজ, কোষাধ্যক্ষ পদে এস এন এ হাশেমী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. শাহজামাল (জামাল), গ্রন্থাগার সম্পাদক পদে জীল্লুর রহমান জালাল, কার্যকরী নির্বাহী সদস্য পদে রুবিনা পারভীন রুমা, বজলুর রহমান লাভলু, ইকরামুল হক, রাগিব আহসান, আশিকুর রহমান রাজ ও শরিফুল ইসলাম (২)।

অপর দিকে, আওয়ামী লীগ সমর্থিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে আবুল বাশার, সহসভাপতি পদে আকসিজুল ইসলাম রতন ও ওয়ালিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে আবু তালেব বিশ^াস মনোনয়নপত্র সংগ্রহ করলেও তারা কেউই মনোনয়নপত্র জমা দেননি। একইভাবে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আফজালুল হকও মনোনয়নপত্র জমা দেননি।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহ্বায়ক অ্যাড. শাহ আলম বলেন, নির্বাচনে সভাপতি-সম্পাদক পদসহ ১৫টি পদে একাধিক প্রার্থী না থাকায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছ্নে। ফলাফলের নির্ধারিত দিন আগামী ৩০ নভেম্বর ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেনি এমন কোনো অভিযোগও পাওয়া যায়নি।