ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

ফ্যাসিজমের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত, সতর্ক থাকতে হবে

আলমডাঙ্গায় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি পারভেজ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:২৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / ৪৭ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চুয়াডাঙ্গায় আগত কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক টিম গতকাল বৃহস্পতিবারও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। টিমের প্রধান কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার পারভেজ গতকাল সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা পর্যন্ত সাংগঠনিক সফর করেন। তারা মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ থেকে শুরু করে আলমডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা ডিগ্রি মহিলা কলেজ ও হারদী এম এস জোহা কলেজে গিয়ে গতকালের সফর শেষ করেন। তারা কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়াবলি নিয়ে এবং কলেজের পরিবেশ বিষয়ে সার্বিক আলোচনা করেন অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে।

এসময় প্রতিটি ক্যাম্পাসে ফলজ গাছের চারা রোপণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার পারভেজ। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান গতানুগতিক ধারার রাজনীতির ইতিবাচক পরিবর্তন করতে চান। আমরা জানি সুষ্ঠু ধারার রাজনীতির ক্ষেত্রে বড় বাঁধা আওয়ামী ফ্যাসিবাদ। ফ্যাসিজমের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। দীর্ঘ সংগ্রামের পর ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতাকে কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। সাধারণ শিক্ষার্থীদের হাতেই ছাত্র রাজনীতির নেতৃত্ব থাকবে। তাদের সময়োপযোগী নির্মল ভাবনা আগামী দিনের সম্ভাবনা তৈরি করবে।

সাংগঠনিক টিমের সাথে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, প্রভাষক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি আলাউদ্দিন আলো, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সামিউল সানি, রকিবুল ইসলাম টগর, রতন আলী, জীবন আলী, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রকি, ওয়াহেদুজ্জামান শুভ, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, টিপু সুলতান, সালমান সাদাদ, আল মাহমুদ রাজ, কুমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আউয়াল হোসেন, হারদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিপন আহমেদ, কালিদাসপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুম্মন আহমেদ, বেলগাছি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সালেক মাহমুদ নিরব, জেহালা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাহীন হোসেন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ফ্যাসিজমের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত, সতর্ক থাকতে হবে

আলমডাঙ্গায় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি পারভেজ

আপলোড টাইম : ১০:২৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চুয়াডাঙ্গায় আগত কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক টিম গতকাল বৃহস্পতিবারও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। টিমের প্রধান কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার পারভেজ গতকাল সকাল সাড়ে নয়টা থেকে বেলা একটা পর্যন্ত সাংগঠনিক সফর করেন। তারা মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ থেকে শুরু করে আলমডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা ডিগ্রি মহিলা কলেজ ও হারদী এম এস জোহা কলেজে গিয়ে গতকালের সফর শেষ করেন। তারা কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় এবং শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়াবলি নিয়ে এবং কলেজের পরিবেশ বিষয়ে সার্বিক আলোচনা করেন অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে।

এসময় প্রতিটি ক্যাম্পাসে ফলজ গাছের চারা রোপণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার পারভেজ। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান গতানুগতিক ধারার রাজনীতির ইতিবাচক পরিবর্তন করতে চান। আমরা জানি সুষ্ঠু ধারার রাজনীতির ক্ষেত্রে বড় বাঁধা আওয়ামী ফ্যাসিবাদ। ফ্যাসিজমের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। দীর্ঘ সংগ্রামের পর ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন স্বাধীনতাকে কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। সাধারণ শিক্ষার্থীদের হাতেই ছাত্র রাজনীতির নেতৃত্ব থাকবে। তাদের সময়োপযোগী নির্মল ভাবনা আগামী দিনের সম্ভাবনা তৈরি করবে।

সাংগঠনিক টিমের সাথে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, প্রভাষক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি আলাউদ্দিন আলো, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সামিউল সানি, রকিবুল ইসলাম টগর, রতন আলী, জীবন আলী, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রকি, ওয়াহেদুজ্জামান শুভ, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, টিপু সুলতান, সালমান সাদাদ, আল মাহমুদ রাজ, কুমারী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আউয়াল হোসেন, হারদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিপন আহমেদ, কালিদাসপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুম্মন আহমেদ, বেলগাছি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সালেক মাহমুদ নিরব, জেহালা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাহীন হোসেন প্রমুখ।