ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

মেহেরপুরের গড় পুকুরে সৌন্দর্য্য বর্ধনে বৃক্ষরোপণ

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ১০:২২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / ৩২ বার পড়া হয়েছে

মেহেরপুর পৌরসভা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মেহেরপুরের ঐতিহ্যবাহী গড় পুকুরের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য বৃক্ষরোপণসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার দিকনির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের গড় পুকুরের চারপাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শামীম হোসেন। এসময় তিনি পুকুরের চারপাশে বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য্য বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের জন্য একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ তৈরি করা ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে পৌর কর্তৃপক্ষসহ সর্বসাধারণের উদ্দেশ্যে সচেতন থাকার পরামর্শ দেন। তিনি বলেন, পুকুরের চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে ছুটির দিনে সাধারণ মানুষ এখানে এসে পরিবারসহ কিছু সময় আনন্দ উপভোগ করতে পারবে এবং মানসিকভাবে স্বস্তি পাবে। এখানে ছোট ছোট বাঁচ্চাদের খেলাধুলা করার মতন কিছু আধুনিক ইভেন্টসের কথা ভাবা হচ্ছে।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা জি এম ওবায়দুল্লাহ, সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সমাজ উন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তামিম ইসলাম, আশিকুর রহমান শিশিরসহ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণের ফলে পুকুরের পরিবেশ আরও সবুজ ও মনোরম হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরের গড় পুকুরে সৌন্দর্য্য বর্ধনে বৃক্ষরোপণ

আপলোড টাইম : ১০:২২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

মেহেরপুর পৌরসভা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মেহেরপুরের ঐতিহ্যবাহী গড় পুকুরের সৌন্দর্য্য বৃদ্ধির জন্য বৃক্ষরোপণসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার দিকনির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের গড় পুকুরের চারপাশে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শামীম হোসেন। এসময় তিনি পুকুরের চারপাশে বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য্য বাড়ানোর পাশাপাশি স্থানীয়দের জন্য একটি স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ তৈরি করা ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ব্যাপারে পৌর কর্তৃপক্ষসহ সর্বসাধারণের উদ্দেশ্যে সচেতন থাকার পরামর্শ দেন। তিনি বলেন, পুকুরের চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে ছুটির দিনে সাধারণ মানুষ এখানে এসে পরিবারসহ কিছু সময় আনন্দ উপভোগ করতে পারবে এবং মানসিকভাবে স্বস্তি পাবে। এখানে ছোট ছোট বাঁচ্চাদের খেলাধুলা করার মতন কিছু আধুনিক ইভেন্টসের কথা ভাবা হচ্ছে।

এসময় পৌর নির্বাহী কর্মকর্তা জি এম ওবায়দুল্লাহ, সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সমাজ উন্নয়ন কর্মকর্তা খন্দকার জাহিদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তামিম ইসলাম, আশিকুর রহমান শিশিরসহ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণের ফলে পুকুরের পরিবেশ আরও সবুজ ও মনোরম হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।