মেহেরপুরে হাঙ্গার প্রজেক্টের পিস ফ্যাসিলিটেটর কমিটি গঠন
- আপলোড টাইম : ১০:২২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
- / ৩০ বার পড়া হয়েছে
মেহেরপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ (এমআয়পিএস) প্রকল্পের অধীনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে মহিলা কলেজ মোড় সংলগ্ন ‘লাভোগ রেস্টুরেন্টে’ মতবিনিময় সভা শেষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ কমিটি গঠন করা হয়। সাবেক শিক্ষক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি ইলিয়াস হোসেন। সংগঠক ও এখন টিভির জেলা প্রতিনিধি মুজাহিদ আল মুন্নার সঞ্চালনায় গঠনতন্ত্র ও প্রকল্প বিষয়ে আলোচনা করেন দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জবেদ, মনিটরিং ও ইভালুয়েশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে সম্মতিক্রমে পিএফজি কো-অর্ডিনেটর নির্বাচিত হন এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি মুজাহিদ আল মুন্না। পিস অ্যাম্বাসেডর নির্বাচিত হন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, জেলা আইনজীবী সমিতির সদস্য নার্গিস খাতুন, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম এবং নারী প্রতিনিধি হিসেবে সাইদাতুন্নেছা নয়ন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অ্যাডভোকেট এস এম আমানুল্লাহ আল আমান, পৌর বিএনপির সহসভাপতি আব্দুস সাত্তার মুক্তা, সাবেক কাউন্সিলর রোকসানা কামাল রুনু, জেলা আইনজীবী সমিতির সদস্য নার্গিস খাতুন, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সঞ্জিত লাল বাপ্পি, সাংবাদিক মীর মাহলায়েল আলী শিশির, এস.এম. মেহেরাব হোসেন, সমাজকর্মী খন্দকার সামসুজ্জোহা সোহাগসহ নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সবাই শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করার প্রতিজ্ঞা করেন এবং শপথ গ্রহণ করেন। এছাড়া রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসনে দল-মত নির্বিশেষে পিএফজি কমিটির মাধ্যমে মেহেরপুর সদর উপজেলার সব মানুষের সাথে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।