ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে সিডিএ-সিআইসিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিনিকলটি টিকিয়ে রাখতে আখচাষিদের উৎসাহিত করার আহ্বান

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ১০:০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • / ৪২ বার পড়া হয়েছে

দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে ২০২৪-২৫ মাড়াই মৌসুমে পরিষ্কার-পরিচ্ছন্ন গুণগতমান সম্পন্ন আখ সরবরাহ ও রোপণ লক্ষ্যমাত্রা অর্জনে সিডিএ ও সিআইসিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় কেরুর কৃষি বিভাগের আয়োজনে ট্রেনিং কমপ্লেক্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান গিয়াস উদ্দীন।

তিনি বলেন, ‘আপনারা যার যার জায়গা থেকে মন-প্রাণ দিয়ে কাজ করুন, দেখবেন মিল আগের থেকে আগামীতে বেশি দিন চলবে। আপনারা সব সময় আখ চাষিদের উৎসাহিত করবেন, দেখবেন চাষিরা আখ লাগাবে। ভালো জাতের বীজ দেবেন, যাতে করে অধিক ফলন পায়। দেখবেন চাষিরা আখ লাগাতে ভুলবে না। তাই আগামীতে আখের মূল্য বৃদ্ধিসহ নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে আগামীতে সব চিনিকলগুলো ঘুরে দাঁড়াবে। মিল বাঁচলে, আপনারা বাঁচবেন। মিল বাঁচলে চাষিরা বাঁচবে। আখ চাষ না থাকলে আমরা কেউ থাকব না।’

তিনি আরও বলেন, ‘আপনারা মাড়াই মৌসুম চালু হলে সবসময় খেয়াল রাখবেন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন আখ নিয়ে আসতে বলবেন। পরিষ্কার আখ না নিয়ে আসলে চিনিকলটি নষ্ট হয়ে যাবে, সেই সাথে চিনি আহরণ কমে যাবে। তাই সবাইকে সতর্ক করে দেবেন কেউ যেন পরিষ্কার আখ ছাড়া মিলে না নিয়ে আসে। আপনারা এ প্রতিষ্ঠানকে কীভাবে লাভবান করা যায়, সেদিকে খেয়াল রাখবেন।’

এসময় বিশেষ অতিথি ছিলেন কেরুর জিএম (কারখানা) সুমন কুমার শাহা, ৯টি খামারের ফার্ম ম্যানেজার সুমন কুমার সাহা, ডিজিএম (সম্প্রসারন) মাহবুবুর রহমান ও ডিজিএম (বীজ) দেলোয়ার হোসেন এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ২০২৪-২৫ আখ রোপণ মৌসুমের নতুন জাতের আখ লাগানো ও খামার পরিদর্শন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সিইপি গিয়াস উদ্দিন। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, প্রতিটি ইউনিটে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। বিগত দিনের চেয়ে আখ চাষের অবস্থান অনেক ভালো। উথলী ইউনিয়নের আখ চাষি আবুল কালাম বলেন, রাব্বিক হাসান স্যারের অনুপ্রেরণায় তিন একর জমি আখ চাষ করেছি। আগামীতে আমি আরও ২ একর আখ চাষ বেশি করবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনা কেরু অ্যান্ড কোম্পানিতে সিডিএ-সিআইসিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চিনিকলটি টিকিয়ে রাখতে আখচাষিদের উৎসাহিত করার আহ্বান

আপলোড টাইম : ১০:০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে ২০২৪-২৫ মাড়াই মৌসুমে পরিষ্কার-পরিচ্ছন্ন গুণগতমান সম্পন্ন আখ সরবরাহ ও রোপণ লক্ষ্যমাত্রা অর্জনে সিডিএ ও সিআইসিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় কেরুর কৃষি বিভাগের আয়োজনে ট্রেনিং কমপ্লেক্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান গিয়াস উদ্দীন।

তিনি বলেন, ‘আপনারা যার যার জায়গা থেকে মন-প্রাণ দিয়ে কাজ করুন, দেখবেন মিল আগের থেকে আগামীতে বেশি দিন চলবে। আপনারা সব সময় আখ চাষিদের উৎসাহিত করবেন, দেখবেন চাষিরা আখ লাগাবে। ভালো জাতের বীজ দেবেন, যাতে করে অধিক ফলন পায়। দেখবেন চাষিরা আখ লাগাতে ভুলবে না। তাই আগামীতে আখের মূল্য বৃদ্ধিসহ নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে আগামীতে সব চিনিকলগুলো ঘুরে দাঁড়াবে। মিল বাঁচলে, আপনারা বাঁচবেন। মিল বাঁচলে চাষিরা বাঁচবে। আখ চাষ না থাকলে আমরা কেউ থাকব না।’

তিনি আরও বলেন, ‘আপনারা মাড়াই মৌসুম চালু হলে সবসময় খেয়াল রাখবেন এবং পরিষ্কার-পরিচ্ছন্ন আখ নিয়ে আসতে বলবেন। পরিষ্কার আখ না নিয়ে আসলে চিনিকলটি নষ্ট হয়ে যাবে, সেই সাথে চিনি আহরণ কমে যাবে। তাই সবাইকে সতর্ক করে দেবেন কেউ যেন পরিষ্কার আখ ছাড়া মিলে না নিয়ে আসে। আপনারা এ প্রতিষ্ঠানকে কীভাবে লাভবান করা যায়, সেদিকে খেয়াল রাখবেন।’

এসময় বিশেষ অতিথি ছিলেন কেরুর জিএম (কারখানা) সুমন কুমার শাহা, ৯টি খামারের ফার্ম ম্যানেজার সুমন কুমার সাহা, ডিজিএম (সম্প্রসারন) মাহবুবুর রহমান ও ডিজিএম (বীজ) দেলোয়ার হোসেন এর আগে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ২০২৪-২৫ আখ রোপণ মৌসুমের নতুন জাতের আখ লাগানো ও খামার পরিদর্শন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সিইপি গিয়াস উদ্দিন। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, প্রতিটি ইউনিটে সাফল্যের সাথে এগিয়ে চলেছে। বিগত দিনের চেয়ে আখ চাষের অবস্থান অনেক ভালো। উথলী ইউনিয়নের আখ চাষি আবুল কালাম বলেন, রাব্বিক হাসান স্যারের অনুপ্রেরণায় তিন একর জমি আখ চাষ করেছি। আগামীতে আমি আরও ২ একর আখ চাষ বেশি করবে।