মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা
ইমতিয়াজ আহ্বায়ক ও মুজাহিদুল সদস্যসচিব
- আপলোড টাইম : ১০:৪২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ৪১ বার পড়া হয়েছে
মেহেরপুর জেলায় ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তারের অংশ হিসেবে জেলায় পর্যায়ে মেহেরপুরে তাদের ষষ্ঠতম আহ্বায়ক কমিটি। গত মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহেরপুর জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। আগামী ছয় মাসের জন্য তাঁরা এই কমিটি অনুমোদন করেছেন। মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক হিসেবে মেহেরপুর সরকারি কলেজের ছাত্র ইমতিয়াজ আহমেদ আহ্বায়ক এবং কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র মুজাহিদুল ইসলামকে সদস্যসচিব করে মোট ৫১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটির মূখ্য সংগঠক হয়েছে কওমি মাদ্রাসার শিক্ষার্থী মো. শাওন শেখ, মুখপাত্র মেহেরপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী আনিকা তাবাচ্ছুম আঁখি। এছাড়াও কমিটিতে ৭ জনকে যুগ্ম আহ্বায়ক, ৭ জনকে যুগ্ম সদস্যসচিব, ৪ জনকে সংগঠক ও ২৯ জনকে সদস্য করা হয়েছে।
অন্যরা হলেন- অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের ছাত্র তামিম ইসলাম, ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নাসিম রানা বাঁধন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শামীম আহমেদ আজম, মেহেরপুর সরকারি কলেজের রিদওয়ানুল হক মুজাহিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জায়মুল হাসান, কুষ্টিয়া সরকারি কলেজের নাহিদ মাহমুদ, মেহেরপুর সরকারি কলেজের আশিকুর রহমান, যুগ্ম সদস্যসচিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফরিদুল আলম পান্না, কুষ্টিয়া সরকারি কলেজের ফাহিম শাহরিয়ার খান অয়ন, সাদ্দাম হোসেন জীবন, মেহেরপুর সরকারি কলেজের সজিব হাসান, শোভনুজ্জামান শরিফুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের সাকিরুল ইসলাম, ব্র্যাক ইউনিভার্সিটির হোসনেয়ারা, সংগঠক যশোর ক্যান্টনমেন্ট কলেজের আসিফ রাব্বি, মেহেরপুর পলিটেকনিক্যাল কলেজের ওবায়দুর রহমান রাফি, গাংনী সরকারি ডিগ্রি কলেজের আমির হামজা, ইউ ল্যানের রাব্বি হোসেন।
এছাড়াও কিমিটিতে ইয়াসিন আলী সিয়াম, কুষ্টিয়া সরকারি কলেজের আলমিম আলিফ খান, ছহিউদ্দীন ডিগ্রী কলেজের সামিউল ইসলাম শাফি, মেহেরপুর সরকারি কলেজের তানভীর জামান, মাইলস্টোন কলেজ রাগিব শাহরিয়ার, খুলনা পলিটিক্যাল ইনস্টিটিউট এর মাহফুজুর রহমান, মেহেরপুর সরকারি কলেজের রুকায়া কুলসুম কানন্তা, সাইমন ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের মোহাম্মদ প্রিন্স, ছহিউদ্দীন ডিগ্রি কলেজের জাহাঙ্গীর আলম খালিদ বিন ওয়ালিদ অমিত, মেহেরপুর সরকারি কলেজের আনাচ আহমেদ, মানজারুল ইসলাম সোহান, এমএম কলেজের আরিফ খান, নাফিউ বারি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওমর ফারুক, তামিমুর রহমান, কুষ্টিয়া সরকারি কলেজের মুরসালিন, আফিফ হাসান আবির, রাজশাহী সরকারি সিটি কলেজের সামিউল ইসলাম, গাংনী ডিগ্রী কলেজের স্বর্ণা আক্তার, তুষার ইমরান, বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আমিনুল ইসলাম সায়েম, কুষ্টিয়া কলেজের ইমরান হোসেন, আব্দুল্লাহ আল সাদিক, টেস্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সাকলাইন মোস্তাক, চিৎলা মাধ্যমিক বিদ্যালয়ের ফাহিম মোরশেদ, মেহেরপুর সরকারি কলেজের শামীম হাসান কবির এবং ছহিউদ্দীন ডিগ্রী কলেজের শাহাবুদ্দিন শেখ জায়গা পেয়েছেন।