চুয়াডাঙ্গায় সেনাবাহিনী, ভোক্তা অধিকার অধিদপ্তর ও ট্রাফিক পুলিশের অভিযান
প্রায় ৫ লাখ টাকা জরিমানা, ২৪টি মোটরসাইকেলে মামলা
- আপলোড টাইম : ১০:০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ৪৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় সেনাবাহিনী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা টাস্কফোর্স ও ট্রাফিক পুলিশের পৃথক অভিযানে প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বাজার মনিটরিং এবং অবৈধ মোটরযান বিরোধী অভিযানের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।
গতকাল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া বাজার ও ভালাইপুর মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা টাস্কফোর্স কমিটির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত চুয়াডাঙ্গা শাখার সহকারী পরিচালক সজল আহমেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা রাশেদুজ্জামান, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি এবং চুয়াডাঙ্গা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীর আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল।
সহকারী পরিচালক সজল আহাম্মেদ জানান, আলুকদিয়া ইউনিয়নের মেসার্স বিশ্বাস ট্রেডার্স সার ডিলার প্রতিষ্ঠানটিতে ১৩৫০ টাকার সার ১৫২০ টাকায় বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি এবং কাগজপত্রে মেয়াদ টেম্পারিং করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ইকতিয়ার উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও ভালাইপুরে মেসার্স দিশা এগ্রো ট্রেডিংয়ে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ম্যানেজার সাদিকুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর দিকে, বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত শহরের পৌরসভার মোড় এবং শহরতলীর দৌলতদিয়াড়ে বেলা ৩টা থেকে বিকেল চারটা পর্যন্ত অবৈধ মোটরযান এবং চালকদের বিরুদ্ধে সড়ক অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জুলফিকার আলী এবং ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মাসুম বিল্লাহ।
ট্রাফিক পুলিশের (টিআই) আমিরুল ইসলাম বলেন, ‘দুই ঘণ্টার অভিযানে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ২৪টি মোটরসাইকেলে মামলা দেয়া হয়েছে। এতে মোট জরিমানার পরিমাণ ২ লাখ ২৫ হাজার টাকা।’