দর্শনা ডিলাক্স পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে দুই ব্যবসায়ী
- আপলোড টাইম : ০৯:৪২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ৪৪ বার পড়া হয়েছে
দর্শনার ছয়ঘরিয়ার দুই ফুলকপি ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ টাকা ও মোবাইল খুইয়েছেন। গতকাল বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্স পরিবহনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই ফুলকপি ব্যবসায়ী হলেন- দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের নাজমুল হকের ছেলে সাইদুর রহমান (৩৩) ও একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে শাহজালাল (৪০)।
ভুক্তভোগীরা জানান, প্রতিবারের ন্যায় গত মঙ্গলবার দর্শনা ছয়ঘরিয়া গ্রাম থেকে তারা ফুলকপি নিয়ে ঢাকা কাওরান বাজারে যান বিক্রির জন্য। গতকাল ভোরে সাইদুর ১৬ হাজার টাকা ও শাহজালাল ২০ হাজার টাকার ফুলকপি বিক্রি করেন। পরে সকাল ১০টার দিকে কপি বিক্রির টাকা নিয়ে ঢাকার গাবতলী এসে দর্শনা ডিলাক্স কাউন্টারে দুজন টিকিট কেটে বাসে ওঠেন।
তাদের অভিযোগ, বাসটি দর্শনার উদ্দেশ্যে ঢাকা থেকে ছাড়ার পর ফরিদপুর থেকে বেশ কয়েকজন যাত্রীকে গাড়িতে তোলা হয়। ওই সময়ের মধ্যে তারা দুজন পেয়ারা কিনে খায়। তার কিছুক্ষণ পরেই তারা ঘুমিয়ে পড়েন। পরে ঘুমন্ত অবস্থায় অজ্ঞান পার্টির সদস্যরা সাইদুরের কাছ থেকে কপি বিক্রির ১৬ হাজার টাকা, একটি মোবাইল ও শাহজালালের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে বাসের সুপারভাইজার ও হেলপার দর্শনায় এসে অসুস্থ অবস্থায় তাদের নামিয়ে দেন। এসময় তারা পকেটে থাকা টাকা ও মোবাইল না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। এ ঘটনায় তারা দর্শনা থানায় একটি অভিযোগ করবে বলে জানান।