ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

উথলীতে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে হাজারো মুসল্লির ঢল

তাফসির পেশ করেন আলোচিত বক্তা আমির হামজা

প্রতিবেদক, উথলী:
  • আপলোড টাইম : ০৯:৩৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
  • / ৪৫ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলার উথলী বাজারপাড়া কবরস্থান কমিটির উদ্যোগে ৯ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটা থেকে রাত ১২টা পর্যন্ত উথলী বাজারের ফুটবল মাঠে আয়োজিত এ মাহফিলে মেহেরপুর ও কুষ্টিয়াসহ চুয়াডাঙ্গার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন মুফতি আমির হামজা (কুষ্টিয়া)। তার বক্তব্যে ইসলামের আলোকে কুরআনের ব্যাখ্যা প্রদান এবং মানবজীবনের সঠিক পথ অনুসরণের ওপর গুরুত্ব পায়। তিনি কুরআনের নানা দিক তুলে ধরে মুসলিম উম্মাহকে একত্রিত হওয়ার আহ্বান জানান।
দ্বিতীয় বক্তা হিসেবে মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার বিশিষ্ট আলেম মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ। তিনি কুরআনের শিক্ষা, আল্লাহর নির্দেশ ও নবীজির সুমহান জীবন নিয়ে আলোচনা করেন, যা উপস্থিত মুসল্লিদের অন্তরে গভীর প্রভাব ফেলে। তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেনেরহুদা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন, যিনি ইসলামী জীবনবোধ এবং কুরআনের সঠিক অর্থ ব্যাখ্যা করেন। মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় উলামায়ে কেরামগণ। মাহফিলে সভাপতিত্ব করেন উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিরা তাফসিরুল কুরআনের আলোচনাকে গভীরভাবে শোনেন এবং রাতভর এই ধর্মীয় অনুষ্ঠানটি উপভোগ করেন। মাহফিলটি স্থানীয় জনগণসহ বিভিন্ন এলাকায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, এবং প্রতিবারের মতো এবারও বিশাল জনসমাগম ঘটে। মাহফিল শেষে সকল মুসল্লি আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যাতে মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি লাভ করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

উথলীতে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে হাজারো মুসল্লির ঢল

তাফসির পেশ করেন আলোচিত বক্তা আমির হামজা

আপলোড টাইম : ০৯:৩৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

জীবননগর উপজেলার উথলী বাজারপাড়া কবরস্থান কমিটির উদ্যোগে ৯ম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটা থেকে রাত ১২টা পর্যন্ত উথলী বাজারের ফুটবল মাঠে আয়োজিত এ মাহফিলে মেহেরপুর ও কুষ্টিয়াসহ চুয়াডাঙ্গার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন মুফতি আমির হামজা (কুষ্টিয়া)। তার বক্তব্যে ইসলামের আলোকে কুরআনের ব্যাখ্যা প্রদান এবং মানবজীবনের সঠিক পথ অনুসরণের ওপর গুরুত্ব পায়। তিনি কুরআনের নানা দিক তুলে ধরে মুসলিম উম্মাহকে একত্রিত হওয়ার আহ্বান জানান।
দ্বিতীয় বক্তা হিসেবে মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার বিশিষ্ট আলেম মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ। তিনি কুরআনের শিক্ষা, আল্লাহর নির্দেশ ও নবীজির সুমহান জীবন নিয়ে আলোচনা করেন, যা উপস্থিত মুসল্লিদের অন্তরে গভীর প্রভাব ফেলে। তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সেনেরহুদা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন, যিনি ইসলামী জীবনবোধ এবং কুরআনের সঠিক অর্থ ব্যাখ্যা করেন। মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্থানীয় উলামায়ে কেরামগণ। মাহফিলে সভাপতিত্ব করেন উথলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিরা তাফসিরুল কুরআনের আলোচনাকে গভীরভাবে শোনেন এবং রাতভর এই ধর্মীয় অনুষ্ঠানটি উপভোগ করেন। মাহফিলটি স্থানীয় জনগণসহ বিভিন্ন এলাকায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে, এবং প্রতিবারের মতো এবারও বিশাল জনসমাগম ঘটে। মাহফিল শেষে সকল মুসল্লি আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যাতে মুসলিম উম্মাহ শান্তি ও সমৃদ্ধি লাভ করে।