চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক রিচার্ড রহমান
- আপলোড টাইম : ০৯:৩০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ৩৭ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;
সাংবাদিক গোলাম রহমানের (রিচার্ড রহমান) জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামের জামে মসজিদে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার আগে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির অ্যাড. রুহুল আমিন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি। মরহুম রিচার্ড রহমানের ছোট চাচা কামাল উদ্দিন জানাজা নামাজের ইমামতি করেন।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজাদ মালিতা, প্রফেসর রোকন উজ্জামান, এনটিভির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রফিক রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, একুশে টিভির জেলা প্রতিনিধি আতিয়ার রহমান, দৈনিক ইভিনিং নিউজের জেলা প্রতিনিধি মফিজুর রহমান জোয়ার্দ্দার, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সুস্থির আজাদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আজাদ হোসেন, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শরিফ উদ্দিন, সর্দার আলী হোসেন, জামায়াতের চুয়াডাঙ্গা পৌর আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জামায়াতের পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, ইমরান হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা যুবদলের অর্থ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ছাত্রদলের সহসভাপতি আকাশ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রিচার্ড রহমান চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ভাই, দুই বোন, মা, স্ত্রী এক কন্যা সন্তান এবং এক পুত্র সন্তান রেখে গেছেন।