মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত
দেশ ও জাতির কল্যাণে কাজ করার শপথ
- আপলোড টাইম : ০৯:৫৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ২৬ বার পড়া হয়েছে
‘মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন’ প্রতিপাদ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির তাজউদ্দিন আহমেদ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও অঞ্চল পরিচালক মোবারক হোসাইন।
মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইনের পরিচালনায় সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাড. রুহুল আমিন, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য ড. আলমগীর বিশ্বাস, জেলা নায়েবে আমির মাওলানা মাহবুব-উল আলম প্রমুখ বক্তব্য দেন। এসময় মেহেরপুর সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, সেক্রেটারি মো. জাব্বারুল ইসলাম মাস্টার, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন, পৌর আমির সোহেল রানা ডলার প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে মেহেরপুর জেলা আমির দেশ ও জাতির কল্যাণে জামায়াতে ইসলামীর আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে শপথ গ্রহণ করেন। শপথ পাঠের পর সংগঠনের উন্নতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করানো হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা মজলিসে শুরার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সম্মেলনে বাংলাদেশের মুসলিম সমাজের ঐক্য ও আল্লাহর প্রতি নিষ্ঠা অব্যাহত রাখার জন্য সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়।