চুয়াডাঙ্গায় নেতাদের সাথে মতবিনিময় সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার
নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে কলেজ-মাদ্রাসায় কমিটি করা হবে
- আপলোড টাইম : ০৯:৫৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে ছাত্রদলের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে। এ ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সাংগঠনিক টিম চুয়াডাঙ্গায় পৌঁছে দলীয় কার্যালয়ে রাত সাড়ে সাতটায় মতবিনিময় সভায় যোগ দেয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আনোয়ার পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশে আমরা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছি। নিয়মিত শিক্ষার্থীদের দিয়ে কলেজ-মাদ্রাসায় ছাত্রদলের কমিটি গঠন করা হবে।’ তিনি আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো সন্ত্রাস নির্ভর ছাত্র রাজনীতি ফিরিয়ে আনা হবে না। শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন সম্রাট। তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে যৌক্তিক চাহিদার প্রতি সম্মান রেখে ছাত্রদলের রাজনীতি করতে চাই। মেধাবীদের রাজনৈতিকভাবে গড়ে তুলতে চাই।’
সভাটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, যুগ্ম সম্পাদক নাজমুল আরেফিন কিরণ, সহ-সাংগঠনিক সম্পাদক রিফাত উল হক, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, স্কুলবিষয়ক সম্পাদক সাইমুম আহমেদ শান্ত, সদস্য শোয়েব তিতাস, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনিসুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইকবালসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সভায় সিদ্ধান্ত হয়, আজ বুধবার থেকে কেন্দ্রীয় সাংগঠনিক টিম জেলার কলেজ ও মাদ্রাসায় সরাসরি উপস্থিত থেকে কাজ করবে।