শিরোনাম:
দর্শনায় রেক্টিফাইড স্পিরিটসহ মাদক ব্যবসায়ী আটক
দর্শনা অফিস:
- আপলোড টাইম : ০৯:৫২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ২১ বার পড়া হয়েছে
দর্শনায় ৫ লিটার রেক্টিফাইড স্পিরিটসহ মতিন (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত সোমবার রাতে দর্শনা পুরাতন বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালিত হয় দর্শনা পুরাতন বাজার এলাকায়। এসময় একটি ওয়ার্কশপে অভিযান চালিয়ে ৫ লিটার রেক্টিফাইড স্পিরিটসহ ওয়ার্কশপের মালিক মতিনকে (৫৫) আটক করা হয়। আটককৃত মতিন দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ট্যাগ :