ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

গড়াইটুপির পাকশিয়া বিলে পুনরায় মাছ অবমুক্ত

প্রতিবেদক, তিতুদহ:
  • আপলোড টাইম : ০৯:৫০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / ৩২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর গ্রামের সরকারি পাকশিয়া বিলে পুনরায় মাছ অবমুক্ত করেছেন গহেরপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে নতুন করে মাছ চাষ শুরু করেন গহেরপুর মৎস্যজীবী সমবায় সমিতি।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিলের মাছ আশেপাশের গ্রামের লোকজন ধরে নেয়। তবে ভয়ে সমিতির সদস্যরা বিলে যেতে পারেননি। গতকাল থেকে তারা আবার নতুন করে মাছ চাষের জন্য কার্যক্রম শুরু করেছেন। এসময় উপস্থিত ছিলেন গহেরপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রহিত চন্দ্র মাঝি, সাধারণ সম্পাদক বিমল মাঝি, সদস্য বাসুদেব, চৈতন্য মাঝি, রাম প্রসাদ, তপন মাঝি, হরি মাঝিসহ স্থানীয় জনতা।
গহেরপুর মৎস্যজীবী সমবায় সমিতির ক্যাশিয়ার আশাদুল হক জানান, বিলটি সরকারিভাবে ৬ বছরের জন্য ইজারা নেওয়া। প্রতিবছর ২৮ লাখ ৭৫ হাজার টাকার কর পায় সরকার। ৮৫ একর ৭৪ শতক জলকারের এই ইজারার মেয়াদ এখনও সাড়ে ৩ বছর মেয়াদ আছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গড়াইটুপির পাকশিয়া বিলে পুনরায় মাছ অবমুক্ত

আপলোড টাইম : ০৯:৫০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর গ্রামের সরকারি পাকশিয়া বিলে পুনরায় মাছ অবমুক্ত করেছেন গহেরপুর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে নতুন করে মাছ চাষ শুরু করেন গহেরপুর মৎস্যজীবী সমবায় সমিতি।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিলের মাছ আশেপাশের গ্রামের লোকজন ধরে নেয়। তবে ভয়ে সমিতির সদস্যরা বিলে যেতে পারেননি। গতকাল থেকে তারা আবার নতুন করে মাছ চাষের জন্য কার্যক্রম শুরু করেছেন। এসময় উপস্থিত ছিলেন গহেরপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রহিত চন্দ্র মাঝি, সাধারণ সম্পাদক বিমল মাঝি, সদস্য বাসুদেব, চৈতন্য মাঝি, রাম প্রসাদ, তপন মাঝি, হরি মাঝিসহ স্থানীয় জনতা।
গহেরপুর মৎস্যজীবী সমবায় সমিতির ক্যাশিয়ার আশাদুল হক জানান, বিলটি সরকারিভাবে ৬ বছরের জন্য ইজারা নেওয়া। প্রতিবছর ২৮ লাখ ৭৫ হাজার টাকার কর পায় সরকার। ৮৫ একর ৭৪ শতক জলকারের এই ইজারার মেয়াদ এখনও সাড়ে ৩ বছর মেয়াদ আছে।