জীবননগর থানার ওসির সাথে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের মতবিনিময়
- আপলোড টাইম : ০৭:৫৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাসের সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা শাখার নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর শাখার আয়োজনে ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ বলেন, ‘আমরা সবসময় শান্তি চাই। পুলিশ যেন সাধারণ মানুষের কোনো হয়রানি না করে এবং পুলিশের সেবা থেকে যাতে কেউ বঞ্চিত না হয়, সেদিকে নজর দেবে। ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা কখনও কোনো মাদক ব্যবসায়ী বা চোরাকারবারির জন্য থানায় সুপারিশ করতে আসে না এবং আসবে না।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘জীবননগর থানা এ উপজেলার সকল মানুষের জন্য সবসময় উন্মুক্ত। আমরা মানুষের সেবা দেওয়ার জন্য এখানে এসেছি। সকল দল-মত নির্বিশেষে আমরা সেবা দিয়ে যাব। পুলিশ জনগণের পাশে আছে এবং থাকবে। মানুষের জানমাল নিরাপত্তার জন্য পুলিশ সার্বক্ষণিক মাঠে কাজ করছে এবং আগামীতেও করে যাবে।’
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাজেদুর রহমান, সিনিয়র সহসভাপতি মাওলানা কে এম সাইফুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আ. মোমিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জীবননগর শাখার সভাপতি মুফতি জাকির হুসাইন, সাধারণ সম্পাদক মাওলানা লুতফর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জীবননগর শাখার সভাপতি হাফেজ ক্বারী জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা সাইদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর পৌর শাখার সভাপতি মো. শাহাজামাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জীবননগর শাখার সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ প্রমুখ।