ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

পুত্রবধূর সঙ্গে মনোমালিন্য, অভিমানে ফাঁস নিলেন শ্বশুর!

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৭:৩১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / ২৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলায় পুত্রবধূর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আবু সিদ্দিক ওরফে পুটি (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। গতকাল মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। আবু সিদ্দিক পুটি আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের মৃত আফসার মল্লিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাঝে মধ্যেই সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে পুত্রবধূর সঙ্গে মনোমালিন্য হতো আবু সিদ্দিকের। গত সোমবারও তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে পুত্রবধূর ওপর অভিমান করে নিজ বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে গলায় গামছা পেছিয়ে ফাঁস দেন তিনি। সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়।

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যার কারণ জানা যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করতে পারেন। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

পুত্রবধূর সঙ্গে মনোমালিন্য, অভিমানে ফাঁস নিলেন শ্বশুর!

আপলোড টাইম : ০৭:৩১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

আলমডাঙ্গা উপজেলায় পুত্রবধূর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আবু সিদ্দিক ওরফে পুটি (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। গতকাল মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। আবু সিদ্দিক পুটি আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের মৃত আফসার মল্লিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, মাঝে মধ্যেই সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে পুত্রবধূর সঙ্গে মনোমালিন্য হতো আবু সিদ্দিকের। গত সোমবারও তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে পুত্রবধূর ওপর অভিমান করে নিজ বাড়ির দ্বিতীয় তলায় একটি কক্ষে গলায় গামছা পেছিয়ে ফাঁস দেন তিনি। সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়।

লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যার কারণ জানা যায়নি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা করতে পারেন। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।