ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

আলমডাঙ্গা উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক জহিরুল ইসলাম

সততা ও নিষ্ঠার সাথে কাজ করুন, একটা আলাদা তৃপ্তি পাবেন

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৭:২৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • / ১৮ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহৎ উপজেলা আলমডাঙ্গা। লোকসংখ্যার দিক দিয়েও আলমডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গা জেলার প্রায় অর্ধেক। শুনেছি এই উপজেলা ব্যবসা-বাণিজ্য এলাকা, ব্রিটিশ আমল থেকেই সমৃদ্ধ। এটাও শুনেছি আলমডাঙ্গা উপজেলার মানুষ একটু আবেগপ্রবণ। যে কারণে আত্মহত্যার দিক থেকে জেলার মধ্যে সর্বোচ্চ। তবে আলমডাঙ্গা মানুষ অতিথি আপ্যায়নে সেরা। যে কারণে কোনো কর্মকর্তা আলমডাঙ্গায় আসলে আর যেতে চান না। অনেকে এখানে স্থায়ী বসবাসকারী হয়ে গেছেন। শিক্ষার মানও ভালো।’

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম আরও বলেন, ‘আমি এর আগে বাড়াদী ইউনিয়নে এসেছিলাম, সেখানে দেখেছি মানুষের আগ্রহ। চেয়ারম্যান সাহেবকে খুব অ্যাক্টিভ মনে হয়েছে। আমরা সকলেই কোনো না কোনো জেলা বা উপজেলা থেকে এখানে চাকরি করতে এসেছি। আমার সরকারের ইচ্ছার প্রতিফলন করে থাকি। বিশেষ করে সরকারের সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করি। আপনারা যারা কর্মরত আছেন, তাদের কাছে অনুরোধ সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন, দেখবেন একটা আলাদা তৃপ্তি পাবেন। বাল্যবিবাহ রোধে আমাদের কাজ করতে হবে। সমাজকে মাদকমুক্ত করতে হবে।’

উপজেলা বিআরডিবি অফিসার জাকির হোসেনের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা কৃষি অফিসার রেহানা পারভীন, মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁখি, ওসি (অপারেশন) আসগার আলী, উপজেলা মহিলাবিষয়ক অফিসার মাকসুরা জান্নাত, উপজেলা প্রকৌশলী তাওহিদ হোসেন প্রমুখ। গতকাল সভার আগে জেলা প্রশাসক আলমডাঙ্গা ভূমি অফিস ও পৌরসভা পরিদর্শন করেন। পরে তিনি ঐশিকা স্বেচ্ছাসেবী সংস্থা পরিদর্শন করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক জহিরুল ইসলাম

সততা ও নিষ্ঠার সাথে কাজ করুন, একটা আলাদা তৃপ্তি পাবেন

আপলোড টাইম : ০৭:২৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

আলমডাঙ্গা উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহৎ উপজেলা আলমডাঙ্গা। লোকসংখ্যার দিক দিয়েও আলমডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গা জেলার প্রায় অর্ধেক। শুনেছি এই উপজেলা ব্যবসা-বাণিজ্য এলাকা, ব্রিটিশ আমল থেকেই সমৃদ্ধ। এটাও শুনেছি আলমডাঙ্গা উপজেলার মানুষ একটু আবেগপ্রবণ। যে কারণে আত্মহত্যার দিক থেকে জেলার মধ্যে সর্বোচ্চ। তবে আলমডাঙ্গা মানুষ অতিথি আপ্যায়নে সেরা। যে কারণে কোনো কর্মকর্তা আলমডাঙ্গায় আসলে আর যেতে চান না। অনেকে এখানে স্থায়ী বসবাসকারী হয়ে গেছেন। শিক্ষার মানও ভালো।’

জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম আরও বলেন, ‘আমি এর আগে বাড়াদী ইউনিয়নে এসেছিলাম, সেখানে দেখেছি মানুষের আগ্রহ। চেয়ারম্যান সাহেবকে খুব অ্যাক্টিভ মনে হয়েছে। আমরা সকলেই কোনো না কোনো জেলা বা উপজেলা থেকে এখানে চাকরি করতে এসেছি। আমার সরকারের ইচ্ছার প্রতিফলন করে থাকি। বিশেষ করে সরকারের সকল কর্মকাণ্ড বাস্তবায়ন করি। আপনারা যারা কর্মরত আছেন, তাদের কাছে অনুরোধ সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন, দেখবেন একটা আলাদা তৃপ্তি পাবেন। বাল্যবিবাহ রোধে আমাদের কাজ করতে হবে। সমাজকে মাদকমুক্ত করতে হবে।’

উপজেলা বিআরডিবি অফিসার জাকির হোসেনের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শারমিন আক্তার, আলমডাঙ্গা কৃষি অফিসার রেহানা পারভীন, মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আঁখি, ওসি (অপারেশন) আসগার আলী, উপজেলা মহিলাবিষয়ক অফিসার মাকসুরা জান্নাত, উপজেলা প্রকৌশলী তাওহিদ হোসেন প্রমুখ। গতকাল সভার আগে জেলা প্রশাসক আলমডাঙ্গা ভূমি অফিস ও পৌরসভা পরিদর্শন করেন। পরে তিনি ঐশিকা স্বেচ্ছাসেবী সংস্থা পরিদর্শন করেন।