ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তালহার পিতার ইন্তেকাল

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির শোক

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৩:০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহার পিতা ডা. আবু তাহের ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার নিজ বাসভবনে অবস্থানকালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। এদিকে, ডা. আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু এবং সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। গতকাল যোহর নামাজের পর চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়—স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা ও দাফনকার্যে অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সিনিয়র সহসভাপতি রফিতুল্লাহ মহলদার, সদস্য নজরুল ইসলাম নজু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ওলামা দলের সদস্যসচিব ও কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বিলাস, সহসভাপতি এহসানুল হক স্বরাজ, যুগ্ম সম্পাদক মনজুরুল জাহিদ, হামিদ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, আমানুল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, নাজমুল আরেফিন কিরণ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, সদস্যসচিব শরিফুল ইসলাম রাজা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান শোকবার্তা জানিয়েছেন। শোকবার্তায় তাঁরা বলেন, ‘ডা. আবু তাহেরের মৃত্যুতে তার পরিবার—পরিজনের প্রতি আমরা গভীর সহমর্মিতা জানাচ্ছি। ধর্মপ্রাণ ও পরোপকারী মানুষ হিসেবে তিনি এলাকাবাসীর কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন প্রয়াতকে জান্নাত নসিব করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণের শক্তি দেন।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তালহার পিতার ইন্তেকাল

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির শোক

আপলোড টাইম : ০৩:০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহার পিতা ডা. আবু তাহের ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার নিজ বাসভবনে অবস্থানকালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। এদিকে, ডা. আবু তাহেরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু এবং সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ। গতকাল যোহর নামাজের পর চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়—স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা ও দাফনকার্যে অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সিনিয়র সহসভাপতি রফিতুল্লাহ মহলদার, সদস্য নজরুল ইসলাম নজু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ওলামা দলের সদস্যসচিব ও কেন্দ্রীয় ওলামা দলের সদস্য মাওলানা আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বিলাস, সহসভাপতি এহসানুল হক স্বরাজ, যুগ্ম সম্পাদক মনজুরুল জাহিদ, হামিদ উদ্দিন বাবু, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, আমানুল্লাহ আমান, আরিফ আহমেদ শিপ্লব, নাজমুল আরেফিন কিরণ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজী, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হাসান, সদস্যসচিব শরিফুল ইসলাম রাজা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান।
এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান শোকবার্তা জানিয়েছেন। শোকবার্তায় তাঁরা বলেন, ‘ডা. আবু তাহেরের মৃত্যুতে তার পরিবার—পরিজনের প্রতি আমরা গভীর সহমর্মিতা জানাচ্ছি। ধর্মপ্রাণ ও পরোপকারী মানুষ হিসেবে তিনি এলাকাবাসীর কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন প্রয়াতকে জান্নাত নসিব করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণের শক্তি দেন।’