দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
সরোজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান- আপলোড টাইম : ০২:৫৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ২৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে চারটার দিকে সরোজগঞ্জ বাজারে মেসার্স বিশ্বাস ট্রেডার্স ও মেসার্স সামসুল আলম নামক কীটনাশক ও সার ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়ম পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহাম্মেদ দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স বিশ্বাস ট্রেডার্সের মালিক মোস্তাফিজুর রহমানের কীটনাশক ও সার—বীজের প্রতিষ্ঠানে ভুট্টার বীজের ক্রয়ের ভাউচার না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর (গ) ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে, মেসার্স সামসুল আলমের প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেছে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার জুলফিকারের নেতৃত্বে একটি টহল দল।