চুয়াডাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান
- আপলোড টাইম : ০২:৫৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ৪৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় বাটারফ্লাই হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে মাদ্রাসা শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ পরীক্ষা করে সবার হাতে রিপোর্ট তুলে দেওয়া হয়। সেই সাথে শিক্ষার্থীদের স্বাস্থ্য শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতামমূলক নানাবিধ পরামর্শ দেওয়া হয়।
বাটারফ্লাই হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা জেলার সভাপতি ফিজিওথেরাপি চিকিৎসক মো. শফিকুল ইসলাম জাণ্টুর তত্ত্বাবধানে ও ফাউন্ডেশনের জেলা শাখার সদস্যদের সার্বিক সহযোগিতায় মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব.) মো. মিলন হোসেন ব্লাড গ্রুপ পরীক্ষা করে রিপোর্ট তৈরি করেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মণ্টু, কোষাধ্যক্ষ শরিফুজ্জামান অ্যান্টনি, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম বাকু, দপ্তর সম্পাদক মো. সায়েম হোসেন তুষার, নির্বাহী সদস্য মাওলানা মো. ওসমান গনি প্রমুখ।