ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত করল আপিল বিভাগ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:৫৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / ৫৯ বার পড়া হয়েছে

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১০ বছরের সাজা দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। সাজা বৃদ্ধির রায় বাতিল চেয়ে সাবেক প্রধানমন্ত্রীর করা লিভ টু আপিল মঞ্জুর করে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এছাড়া দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ দাখিল করতে খালেদা জিয়ার আইনজীবীদের নির্দেশ দিয়েছে আদালত। বেঞ্চের অপর দুই সদস্য হলেন :বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. রেজাউল হক। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান। ঐ রায় বাতিল চেয়ে করা আপিল নামঞ্জুর করে খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা ১০ বছর বাড়িয়ে দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তত্কালীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। হাইকোর্টের এই রায় বাতিল চেয়ে লিভ টু আপিল করেন বিএনপি চেয়ারপারসন। এতে বলা হয়, নিম্ন আদালতের রায় ছিল ফরমায়েশি। সরকারের নির্দেশে সেই সাজা বাতিল না করে হাইকোর্ট ১০ বছর বৃদ্ধি করেছে। সাধারণত আপিল আদালতে সাজা কমে। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে বিপরীত ফল হয়েছে। এতে বিচারের বিভ্রাট সৃষ্টি হয়েছে। নথিতে যেসব এভিডেন্স এসেছে তার সঙ্গে রায়ের কোনো সংশ্লিষ্টতা নাই।
আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়েরের অনুমতি দিয়েছে। একই সঙ্গে হাইকোর্টের রায়ের সকল কার্যকারিতা স্থগিত করেছে। আশা করি দ্রুতই আপিল শুনানি করতে সক্ষম হব। তিনি বলেন, বিচার বিভাগকে ব্যবহার করে বিগত ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে সাজা দিয়েছে। বিচারপতিরা বিগত সরকারের তল্পিবাহক হিসাবে কাজ করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

খালেদা জিয়ার ১০ বছরের সাজা স্থগিত করল আপিল বিভাগ

আপলোড টাইম : ০২:৫৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১০ বছরের সাজা দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে আপিল বিভাগ। সাজা বৃদ্ধির রায় বাতিল চেয়ে সাবেক প্রধানমন্ত্রীর করা লিভ টু আপিল মঞ্জুর করে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এছাড়া দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ দাখিল করতে খালেদা জিয়ার আইনজীবীদের নির্দেশ দিয়েছে আদালত। বেঞ্চের অপর দুই সদস্য হলেন :বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. রেজাউল হক। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান। ঐ রায় বাতিল চেয়ে করা আপিল নামঞ্জুর করে খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা ১০ বছর বাড়িয়ে দেন বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তত্কালীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। হাইকোর্টের এই রায় বাতিল চেয়ে লিভ টু আপিল করেন বিএনপি চেয়ারপারসন। এতে বলা হয়, নিম্ন আদালতের রায় ছিল ফরমায়েশি। সরকারের নির্দেশে সেই সাজা বাতিল না করে হাইকোর্ট ১০ বছর বৃদ্ধি করেছে। সাধারণত আপিল আদালতে সাজা কমে। কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে বিপরীত ফল হয়েছে। এতে বিচারের বিভ্রাট সৃষ্টি হয়েছে। নথিতে যেসব এভিডেন্স এসেছে তার সঙ্গে রায়ের কোনো সংশ্লিষ্টতা নাই।
আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়েরের অনুমতি দিয়েছে। একই সঙ্গে হাইকোর্টের রায়ের সকল কার্যকারিতা স্থগিত করেছে। আশা করি দ্রুতই আপিল শুনানি করতে সক্ষম হব। তিনি বলেন, বিচার বিভাগকে ব্যবহার করে বিগত ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়াকে সাজা দিয়েছে। বিচারপতিরা বিগত সরকারের তল্পিবাহক হিসাবে কাজ করেছেন।