জীবননগরে এক আড়তদারকে জরিমানা
- আপলোড টাইম : ০২:৩০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ৩২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার জীবননগরে ভাউচার সংরক্ষণ না করা ও অতিরিক্ত দামে পেঁয়াজ-রসুন বিক্রির অভিযোগে এক আড়তদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গতকাল দুপুরে জীবননগর কাঁচাবাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন হোসেন। এ সময় আড়তদার মোশারফ হোসেনের বিরুদ্ধে ভাউচার সংরক্ষণ না করা ও অতিরিক্ত দামে পেঁয়াজ-রসুন বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমীন হোসেন বলেন, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পণ্যের ভাউচার, মূল্য তালিকা ও অতিরিক্ত দামে পেঁয়াজ-রসুন বিক্রি করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়। এ সময় আড়তদারদের ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।